সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখেন দুই বাঙালি রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস ও সুব্রত ঘোষ। তবে শৃঙ্গজয় করলেও অসুস্থ হয়ে পড়েন রুম্পা। এই গ্রপের সঙ্গে থাকা ফিলিপিন্স এর অভিযাত্রী ফিলিপ সেন্টিগোর মৃত্যু হয়েছে আজ সকালে।
আরও পড়ুন: আচমকা উপর থেকে ঝাঁপ মহিলার, ফের ধুন্ধুমার কাণ্ড বিকাশ ভবনে! ‘পুলিশকে গো ব্যাক’ স্লোগান
advertisement
আরও পড়ুন: ‘লড়াই জারি আছে, এবার….’ পহেলগাঁও নিয়ে রাজনাথের পর ফের সুর চড়ালেন জয়শঙ্কর
প্রসঙ্গত এই প্রথম নয়, এভারেস্ট জয়ের চেষ্টা ২০২১ সালেও করেছিলেন রুম্পা। সেবারেও শারীরিক অসুস্থতাই কারণে বাধ সাধে স্বপ্নপূরণে। ২০২১ সালে কৃষ্ণনগরের ‘ম্যাক’-এর (মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর) হয়ে এভারেস্ট অভিযানে শামিল হন রুম্পা। তবে মাঝপথেই রুম্পার শুরু হয়েছিল শ্বাসকষ্ট। পরে ধরা পড়ে করোনা।
২০২৫ -এ ফের এভারেস্টের পথে পাড়ি দেন বঙ্গতনয়া। তবে চূড়াও পা রাখলেও এবারেও ভেঙে পড়ল শরীর। তিন বছর পর ফের সর্বোচ্চ শৃঙ্গে পড়ল বাঙালির পা। শেষ পিয়ালি বসাক জয় করেছিল এভারেস্ট ২০২২ সালে।