S. Jaishankar: 'লড়াই জারি আছে, এবার....' পহেলগাঁও নিয়ে রাজনাথের পর ফের সুর চড়ালেন জয়শঙ্কর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
S. Jaishankar: বৃহস্পতিবার ফের পহেলগাঁও কাণ্ড নিয়ে সুর চড়ালেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর।
নয়াদিল্লি: বৃহস্পতিবার ফের পহেলগাঁও কাণ্ড নিয়ে সুর চড়ালেন বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর। তিনি এদিন বলেন, ‘‘আমাদের পাশে এসে সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ানোয় ধন্যবাদ। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। বর্তমান সময়ে এই সভ্যতায় এমন আচরণ চলবে না।’’
পহেলগাঁও হামলার পর আজ জম্মু-কাশ্মীরের পুঞ্চ এয়ারবেসে পৌঁছন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেন রাজনাথ সিং। রাজনাথ বলেন, “যে সব নাগরিক মারা গিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাই। এই অভ্যুত্থানে সেনারা আমাদের গৌরবান্বিত করেছেন। আপনারা যা করেছেন তাতে গোটা দেশ গর্বিত। আমি নাগরিক হিসাবেও গর্বিত। জম্মু কাশ্মীরের জনতাকে আমার প্রণাম জানাই।”
advertisement
advertisement
আরও পড়ুন: সূর্য-বৃহস্পতি, ২৪ ঘণ্টায় জোড়া মহাগোচর! কপাল খুলবে ৪ রাশির, হাতে কুবেরের ধন, বড় সুখবর আসছে
সেনাবাহিনীর জওয়ানদের উদ্বুদ্ধ করতে রাজনাথ সিংয়ের বার্তা, “আপনারা পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছেন। পাকিস্তান তা ভুলতে পারবে না। মানুষ সাধারণত জোশ পেলে তাঁর হুশ হারায়। আপনারা দুটোই বজায় রেখেছেন। আমি আপনাদের জন্য দেশের মানুষের বার্তা নিয়ে এসেছি।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 4:47 PM IST