বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার তৎপরতায় রাতারাতি গ্রেফতার হয় সুজিত যাদব নামে এক ভিন রাজ্যের যুবক। বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে নিউটাউনের ইউনি ওয়ার্ল্ড সিটি আবাসনে।
আরও পড়ুনঃ হাজার হাজার বাচ্চা-বুড়ো মিলে কাগজের নৌকা ভাসাচ্ছে নদীতে! কী হচ্ছে ‘এই’ এলাকায়? জানুন
ব্যবসায়ী সৈয়দ তাজউদ্দিন ও তাঁর স্ত্রী ফ্ল্যাটে থাকেন। রবিবার গভীর রাতে আবাসনে ফিরে তাজউদ্দিন দেখেন গ্যারেজে নেই তাঁর দামি গাড়িটি। ফ্ল্যাটে ঢুকেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। আলমারি, বিছানা, ঘরের প্রায় সব জিনিস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এমনকি সিসিটিভি ও ওয়াইফাই ক্যামেরাও ভেঙে দিয়েছিল দুষ্কৃতী। চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল সোনার গয়না, রুপোর অলঙ্কার, দামি হাতঘড়ি, ল্যাপটপ, একটি ট্রলি ব্যাগ এবং একটি Apple iPad। সব মিলিয়ে চুরি হওয়া জিনিসপত্রের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তাজউদ্দিন সঙ্গে সঙ্গে টেকনোসিটি থানায় খবর দেন এবং নিজেই মোবাইল থেকে আইপ্যাডের লোকেশন ট্র্যাক করতে থাকেন। কয়েক মিনিটের মধ্যেই দেখা যায়, আইপ্যাডের সিগন্যাল হাওড়া স্টেশনে রয়েছে।
advertisement
খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত সুজিতকে। পুলিশ জানিয়েছে, সুজিত একসময় তাজউদ্দিনের বাড়িতে তিন বছর ধরে পরিচারকের কাজ করত। সেই সূত্রেই বাড়ির প্রতিটি কোণা তার চেনা ছিল। কয়েক মাস আগে কাজ ছেড়ে দিয়ে চুরির ছক কষে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি গাড়ি চালানো শিখে নেওয়ায়, চুরি করা গাড়িটি আবাসন থেকে বের করে কিছুটা দূরে ফেলে রেখে ক্যাব ধরে হাওড়া স্টেশনে চলে যায়। উদ্দেশ্য ছিল দিল্লি পালানো। কিন্তু প্রযুক্তির জালে আর পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ে যায় সে। ধৃতের কাছ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে। টেকনোসিটি থানার এক আধিকারিক জানান, প্রযুক্তির সাহায্য না নিলে এত দ্রুত চোরকে ধরা সম্ভব হত না।