পানিহাটির নিখোঁজ যুবকের হদিস মিলল নেপালে! গণবিক্ষোভের মুখে কীভাবে ভারতে ফিরবে মানসিক ভারসাম্যহীন ছেলে? দুশ্চিন্তায় পরিবার

Last Updated:

Nepal Gen Z Protest: পানিহাটি ঘোষপাড়া এলাকায় বাসিন্দা অভিষেক ঘোষ (৩৫) গত সাত মাস আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান। হ্যাম রেডিওর মাধ্যমে জানা যায়, পানিহাটির অভিষেক চলে গিয়েছেন নেপালে। সেখানে মানবসেবাশ্রম নামে এক আশ্রমে তিনি রয়েছেন।

পানিহাটির নিখোঁজ যুবকের হদিস মিলল নেপালে
পানিহাটির নিখোঁজ যুবকের হদিস মিলল নেপালে
পানিহাটি, উত্তর ২৪ পরগনা, সুবীর দে: পানিহাটির নিখোঁজ যুবকের হদিস মিলল নেপালে। অশান্ত নেপালে কীভাবে পৌঁছে গেলেন পানিহাটির যুবক! তরুণ তরুণীদের গণবিক্ষোভের জেরে যেভাবে জ্বলছে সে দেশ এই পরস্থিতিতে ওই যুবককে ভারতে ফেরানোর কাজ আটকে গিয়েছে। উদ্বেগে পরিবার।
উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষপাড়া এলাকায় বসবাস করতেন অভিষেক ঘোষ (৩৫)। গত সাত মাস আগে এলাকা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যান অভিষেক। জানা যায়, ওই অভিষেক মানসিক ভারসাম্যহীন। ঘোলা থানায় ছেলের নিখোঁজের ডায়েরি করে পরিবার।
আরও পড়ুনঃ রাস্তা পার করতে গিয়ে চরম সর্বনাশ! সজোরে লরির ধাক্কায় পিষে… র*ক্তে রাঙা ১২ নম্বর জাতীয় সড়ক
অবশেষে হ্যাম রেডিওর মাধ্যমে জানা গেল, পানিহাটির অভিষেক চলে গিয়েছেন নেপালে। সেখানে মানবসেবাশ্রম নামে এক আশ্রমে তিনি রয়েছেন। অভিষেককে ফিরিয়ে আনার বিষয়ে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই মতো শুরু হয় তৎপরতা। কিন্তু হঠাৎ করে নেপালের পরিস্থিতি বদলে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় জোড়া বাঘিনীর মৃ*ত্যু! কী হয়েছিল পায়েল-রূপাদের? তদন্তে কমিটি গঠন
নেপালের ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় তরুণ প্রজন্ম। সম্প্রতি নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, এক্স-সহ ২৬ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিসিদ্ধা করতেই গণরোষ ছড়িয়ে পড়ে। দেশ জুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে নেপালের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে অভিষেক ঘোষকে ভারতে ফিরিয়ে আনার কাজও থমকে যায়। যথেষ্ট উদ্বেগে অভিষেক ঘোষের পরিবারের লোকজন ও হ্যাম রেডিওর সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পানিহাটির নিখোঁজ যুবকের হদিস মিলল নেপালে! গণবিক্ষোভের মুখে কীভাবে ভারতে ফিরবে মানসিক ভারসাম্যহীন ছেলে? দুশ্চিন্তায় পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement