হাজার হাজার বাচ্চা-বুড়ো মিলে কাগজের নৌকা ভাসাচ্ছে নদীতে! কী হচ্ছে 'এই' এলাকায়? জানুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Tangon River: টাঙ্গন নদী বাঁচাতে সচেতনতা শিবির বুনিয়াদপুরে। কাগজের তৈরি নৌকা টাঙ্গন নদীতে ভাসিয়ে দিয়ে নদী রক্ষার বার্তা দিল বাচ্চা থেকে বুড়ো সকলে।
advertisement
advertisement
advertisement
advertisement
এখন টাঙ্গন নদী শুষ্ক হয়ে যাওয়ায় হারিয়ে গিয়েছে বহু নদিয়ালী মাছ। এমনকি অনেক মৎস্যজীবী পরিবারকে বাধ্য হয়েই অন্য কাজ বেছে নিতে হচ্ছে। নদীকে বাঁচাতে বাচ্চা থেকে বুড়ো সকলে মিলে একজোট হয়ে কাগজের নৌকা ভাসালো টাঙ্গন নদীতে। বুনিয়াদপুর পুরসভার প্রাইমারি, হাই স্কুল, এসএসকে ও এমএসকে মিলিয়ে প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী সামিল হয়।
(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
(ছবি ও তথ্য: সুস্মিতা গোস্বামী)
advertisement