এ দিন এই সাইকেল র্যালিটি দক্ষিণশোল থেকে শুরু হয়ে ডিয়ার পার্ক ঘুরে ঝাড়গ্রাম পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এই বিশাল সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে ঝাড়গ্রাম পুলিশ জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা, জেলা শাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল জানান, ‘সাধারণ মানুষের সচেতনতার অভাব রয়েছে, তাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা নানা নিয়ম চালু করেছি, যাতে দুর্ঘটনার পরিমাণ কমানো যায়।’
advertisement
এদিন সাইকেল র্যালির পর ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিত সিনহা সাধারণ মানুষের জন্য বার্তা দেন। তিনি বলেন, “প্রত্যেক বছর জুলাই মাসে ঝাড়গ্রাম জেলা পুলিশ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়। এবছরও আমরা বিভিন্ন সচেতনতামূলক শিবিরের পাশাপাশি সামাজিক অনুষ্ঠান করা হয়েছে। গত ১০ বছর ধরে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করার ফলে পথ দুর্ঘটনা অনেকটা কমেছে। সবার আগে মানুষকে বুঝতে হবে আর তা আমরা অনেকটা সচেতন করতে পেরেছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচির শেষে ঝাড়গ্রাম পুলিশ লাইনে সাংবাদিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। পথ দুর্ঘটনা থেকে মানুষকে আরও বেশি করে সচেতন করতে ঝাড়গ্রাম জেলা পুলিশ সর্বদা চেষ্টা করবে বলে জানান পুলিশ সুপার। প্রায় শতাধিক পুলিশ কর্মীকে নিয়ে সাইকেল র্যালির মধ্যে দিয়ে পালন পথ নিরাপত্তা সপ্তাহ।
তন্ময় নন্দী