জানা যাচ্ছে, শনিবার দুপুর ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই বাসটি ডায়মন্ড হারবারের দিকে আসছিল। সেই সময় উল্টো দিক থেকে ৪০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনার জেরে ৪০৭ গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহতদেরকে উদ্ধার করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করেন ডায়মন্ডহারবারের এসডিপিও সাকিব আহমেদ।
advertisement
ডায়মন্ড হারবার ১১৭ নং জাতীয় সড়কের শাসন মোড়ে যাত্রীবাহী বেসরকারি বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে হাজির হন বহু মানুষ। মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় ৪০৭ গাড়িতে থাকা বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 6:09 PM IST