ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স, একমাত্র যাতায়াতের রাস্তা বেহাল! আদিবাসী অধ্যুষিত 'এই' এলাকায় করুণ পরিস্থিতি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
এলাকার পড়ুয়ারাও এই রাস্তার ওপর নির্ভর করেই বহড়ামুড়ি হাই স্কুলে যায়
advertisement
advertisement
জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি ওই রাস্তার বিভিন্ন জায়গা বর্তমানে বেহাল হয়ে পড়েছে। এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোড় খালের উপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল। এই রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাসস্টপ হাতিরামপুর যাতায়াত ডিয়াসডিহি, মাইতিবাঁধ, শরগড়া, মহুলবনা সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
advertisement
মাইতিবাঁধ গ্রামের কানাইলাল চঁড়ের অভিযোগ, পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গাতেই জানানো হয়েছে। রাস্তা সংস্কারে তাও প্রশাসনের কোনও পদক্ষেপ নেই। দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন। আর এক বাসিন্দা সুনীলকুমার হাঁসদার অভিযোগ, কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুল্যান্স ঢোকে না। সমস্যায় পড়তে হয় রোগী ও রোগীর পরিজনদের। জরুরি ভিত্তিতে ঘুরপথে যাতায়াতে খরচ বাড়ে। দ্রুত রাস্তা সহ কালভার্টের সংস্কার দরকার। (ছবি ও তথ্যঃ নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement