TRENDING:

তিলোত্তমার বিচারের দাবিতে শরীরের রক্ত দিয়ে... পানিহাটিতে যুবকবৃন্দ যা করে দেখালেন, জ্বলল প্রতিবাদের অগ্নিশিখা

Last Updated:

তিলোত্তমার বিচার চেয়ে নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির একদল প্রতিবাদী যুবকবৃন্দ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে। কিন্তু বিচার এখনও অধরা। এই আক্ষেপ নিয়েই ফের পথে নামার সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা। ৯ অগাস্ট, শনিবার তাঁরা ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। উদ্দেশ্য একটাই ‘ন্যায় বিচার চাই’। তিলোত্তমার বিচার চেয়ে নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির একদল প্রতিবাদী যুবকবৃন্দ। আর সেই রক্ত দিয়ে লেখা পোস্টার নিয়ে নবান্ন অভিযানে সামিল হলেন তাঁরা।
অভয়ার বিচার চেয়ে রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির একদল প্রতিবাদী যুবকবৃন্দ
অভয়ার বিচার চেয়ে রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির একদল প্রতিবাদী যুবকবৃন্দ
advertisement

নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ পানিহাটিতে। সেই পোস্টার হাতে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে নবান্নের দিকে রওনা দিলেন পানিহাটির এক দল প্রতিবাদী যুবক। রক্ত দিয়ে পোস্টার লিখে আন্দোলনের আগুনকে যেন আরও চড়িয়ে দিয়েছেন তাঁরা। সেই পোস্টার হাতে নিয়েই নবান্ন অভিযানের পথে প্রতিবাদীরা। দাবি একটাই, ছিনিয়ে আনতে হবে বিচার।

advertisement

আরও পড়ুনঃ  ‘ডাক্তার দিদিমণি’-কে এখনও ভুলতে পারেনি মধ্যমগ্রামবাসী, আজও চোখে ভাসে মুক্ত ঝরা হাতের লেখা

তিলোত্তমার বাবা মা তাঁদের একমাত্র মেয়ের মৃত্যুদিনে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই অভিযানে যোগ দিতে নিজেদের রক্ত দিয়ে পোস্টারে শ্লোগান লিখলেন পানিহাটির প্রতিবাদী যুবকবৃন্দ। পানিহাটির অমরাবতী থেকে সোজা নবান্নের পথে রওনা দিয়েছেন তাঁরা।

advertisement

আরও পড়ুনঃ রাত নামলেই…! বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে মানুষ! ‘এই’ এলাকায় যাওয়ার আগে সাবধান

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এদিনের নবান্ন অভিযানে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ। একশোর বেশি আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দুরা। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিলোত্তমার বিচারের দাবিতে শরীরের রক্ত দিয়ে... পানিহাটিতে যুবকবৃন্দ যা করে দেখালেন, জ্বলল প্রতিবাদের অগ্নিশিখা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল