নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ পানিহাটিতে। সেই পোস্টার হাতে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে নবান্নের দিকে রওনা দিলেন পানিহাটির এক দল প্রতিবাদী যুবক। রক্ত দিয়ে পোস্টার লিখে আন্দোলনের আগুনকে যেন আরও চড়িয়ে দিয়েছেন তাঁরা। সেই পোস্টার হাতে নিয়েই নবান্ন অভিযানের পথে প্রতিবাদীরা। দাবি একটাই, ছিনিয়ে আনতে হবে বিচার।
advertisement
আরও পড়ুনঃ ‘ডাক্তার দিদিমণি’-কে এখনও ভুলতে পারেনি মধ্যমগ্রামবাসী, আজও চোখে ভাসে মুক্ত ঝরা হাতের লেখা
তিলোত্তমার বাবা মা তাঁদের একমাত্র মেয়ের মৃত্যুদিনে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই অভিযানে যোগ দিতে নিজেদের রক্ত দিয়ে পোস্টারে শ্লোগান লিখলেন পানিহাটির প্রতিবাদী যুবকবৃন্দ। পানিহাটির অমরাবতী থেকে সোজা নবান্নের পথে রওনা দিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ রাত নামলেই…! বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে মানুষ! ‘এই’ এলাকায় যাওয়ার আগে সাবধান
এদিনের নবান্ন অভিযানে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ। একশোর বেশি আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দুরা। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি।