TRENDING:

সচিব থেকে মন্ত্রী এক ছাদের তলায় সবাই! বাঁকুড়ার জল স্বপ্ন

Last Updated:

বাঁকুড়ার সার্কিট হাউসে জলস্বপ্নের নিয়মিত পর্যালোচনা সভায় বাঁকুড়া জেলার পানীয় জল সমস্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে। পানীয় জলের সমস্যার ক্ষেত্রে বাঁকুড়া একটি অগ্রাধিকারপ্রাপ্ত জেলা। তাই এইচএমআইসি, পিএইচইডি এবং জেলা প্রশাসনের সাথে বৈঠক হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জল যেন একটা স্বপ্ন! সেই স্বপ্ন এখন সত্যি হচ্ছে বাঁকুড়ায়। রুখা শুখা জেলা বাঁকুড়া! এখানে পানীয় জলের সমস্যা চিরকালই দেখা যেত। সেই সমস্যার সমাধান হল বাঁকুড়ার অধিকাংশ জায়গায়।
advertisement

বাঁকুড়ার প্রত্যন্ত এলাকাগুলিতে আজও রয়েছে পানীয় জলের সমস্যা। গরমে এবং বর্ষায় সেই সমস্যা সবচেয়ে ভাল টের পাওয়া যায়। তবে সেই সমস্যার সমাধানে এবার গুরুত্ব পেল বাঁকুড়া। সাংসদ থেকে শুরু করে সচিব, জেলাশাসক, জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এক ছাদের তলায় এসে আলোচনা করলেন বাঁকুড়ার “জল স্বপ্ন” নিয়ে।

আরও পড়ুন: “আমাদের চাকরি ফিরিয়ে দিন!” SSC ১৮০৪ অযোগ্যের তালিকা প্রকাশ করতেই সরব ‘যোগ্যরা’

advertisement

শনিবার বাঁকুড়ার সার্কিট হাউসে জল স্বপ্নের নিয়মিত পর্যালোচনা সভায় বাঁকুড়া জেলার পানীয় জল সমস্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে। পানীয় জলের সমস্যার ক্ষেত্রে বাঁকুড়া একটি অগ্রাধিকারপ্রাপ্ত জেলা। তাই এইচএমআইসি, পিএইচইডি এবং জেলা প্রশাসনের সাথে বৈঠক হয় এদিন। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মন্ত্রী পুলক রায়, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সচিব সুরেন্দ্র গুপ্তা, সংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলার জেলাশাসক এবং জনপ্রতিনিধি ও ভারপ্রাপ্ত আধিকারিকেরা।

advertisement

আরও পড়ুন: বাংলায় কথা বলায় কাজ হারালেন শ্রমিকরা! ভাঙড়ে আক্রান্ত বাংলা, আঙুল অবাঙালি ম্যানেজারের দিকে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট নেওয়া হয়েছে এই বৈঠক থেকে। বাঁকুড়া জেলার প্রতিটি জায়গায় পানীয় জলের কাজ যাতে দ্রুত থেকে দ্রুততম গতিতে এগোতে পারে সেই পরামর্শ দেওয়া হয়েছে। জানা গেছে, পুজোর পর আবারও একটি মিটিং হওয়ার কথা রয়েছে। প্রশাসন এবং সরকার বাঁকুড়ার পানীয় জল স্বপ্ন নিয়ে যথেষ্ট সিরিয়াস।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সচিব থেকে মন্ত্রী এক ছাদের তলায় সবাই! বাঁকুড়ার জল স্বপ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল