বাংলায় কথা বলায় কাজ হারালেন শ্রমিকরা! ভাঙড়ে আক্রান্ত বাংলা, আঙুল অবাঙালি ম্যানেজারের দিকে

Last Updated:

ভাঙড়ের ওই নামি জুতো প্রস্তুতকারক সংস্থায় ম্যানেজার হিসেবে নতুন যোগ দিয়েছেন অজয় শ্রীবাস্তব। নতুন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার পরই শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি বাঙালি শ্রমিকদের বাদ দিয়ে বিহার থেকে আগত শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি বলেছেন বলে অভিযোগ

আক্রান্ত বাংলা ভাষা!
আক্রান্ত বাংলা ভাষা!
ভাঙড়, দক্ষিণ ২৪ পরগণা, কল্যাণ মণ্ডল: ভিন রাজ্য নয়, বাংলায় কথা বলে এবার রাজ্যেই কাজ খোয়ানোর অভিযোগ। ভাঙড়ের একটি জুতো প্রস্তুতকারক সংস্থার হিন্দিভাষী ম্যানেজার বাংলায় কথা বলার অপরাধে বেশ কিছু শ্রমিককে কাছ থেকে বের করে দিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।
গত কয়েক মাস ধরে হরিয়ানা, ওড়িশা, দিল্লির মতো বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাংলাভাষীদের আক্রান্ত ও হেনস্তা হওয়ার একের পর এক অভিযোগ সামনে এসেছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দেগে দিয়ে কাজ থেকে বের করে দেওয়া, শারীরিক হেনস্থা, থানায় আটকে রাখার মত বহু ঘটনা ঘটেছে। তবে খোদ কলকাতার কাছে অবস্থিত ভাঙড়ে এমন ঘটনা ঘটবে তা বোধহয় কেউই কল্পনা করতে পারেননি। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বুকে বাংলা ভাষায় কথা বলার অভিযোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। এর প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’ শুরু করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: খামখেয়ালি আবহাওয়ার মার! পুজোর বায়নায় না প্রতিমা শিল্পীদের
ভাঙড়ের ওই নামি জুতো প্রস্তুতকারক সংস্থায় ম্যানেজার হিসেবে নতুন যোগ দিয়েছেন অজয় শ্রীবাস্তব। ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি সংলগ্ন ওই জুতো কারখানার নতুন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজে যোগ দেওয়ার পরই শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি বাঙালি শ্রমিকদের বাদ দিয়ে বিহার থেকে আগত শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি বলেছেন বলে অভিযোগ। স্পষ্ট জানান, ‘এখানে বিহারি শ্রমিকদের নেওয়া হবে, বাঙালি শ্রমিকদের রাখা হবে না।’ এমনকি একাধিক শ্রমিককে কারখানা থেকে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ। বেছে বেছে বাঙালি শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে বলে ওই কারখানার শ্রমিকরা জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: এবার এক বাসেই মুন্সিরহাট থেকে সল্টলেক! রুট জানুন
বাংলার বুকে একটি কারখানা থেকে বাঙালি শ্রমিকদের বের করে দিয়ে বিহার থেকে আগত শ্রমিকদের প্রাধান্য দেওয়া এবং বাংলা ভাষার উপর নিষেধাজ্ঞা জারি করার মতো ঘটনা সর্বস্তরে আলোড়ন তৈরি করেছে। প্রশ্ন উঠছে, বাংলাতেই যদি বাঙালি ও বাংলা ভাষা নিরাপদ না হয় তবে বাঙালি যাবে কোথায়?
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলায় কথা বলায় কাজ হারালেন শ্রমিকরা! ভাঙড়ে আক্রান্ত বাংলা, আঙুল অবাঙালি ম্যানেজারের দিকে
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement