এবার এক বাসেই মুন্সিরহাট থেকে সল্টলেক! রুট জানুন

Last Updated:
নতুন চালু হওয়া বাসের লম্বা রুট। ফলে হাওড়া-আমতা রোডের মুন্সিরহাট, বড়গাছিয়া, ডোমজুড়, সলোপের বহু মানুষ এই পরিষেবার সুযোগ নিতে পারবেন। তাই প্রথম থেকেই যাত্রীর ব্যাপক চাপ থাকবে বলে মনে করা হচ্ছে। মুন্সিরহাট-সাপুরজি রুটে মোট ১৪টি বাস চলাচল করবে
1/5
আর ৩-৪টি যান বদল নয়, এবার এক বাসেই সল্টলেক! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া'র জগৎবল্লভপুরের মুন্সিরহাট থেকে সল্টলেকের সাপুরজি পর্যন্ত নতুন বাস পরিষেবার উদ্বোধন হল। এই রুটে বাস চালানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন স্থানীয়রা। আপাতত প্রতি আধ ঘণ্টা অন্তর বাস পাওয়া যাবে। ফলে অনেক কম সময়ে এবং কম খরচে কলকাতায় পৌঁছতে পারবে এখানকার বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী থেকে অফিস যাত্রী, প্রত্যেকেই এর ফলে লাভবান হতে চলেছেন।
আর ৩-৪টি যান বদল নয়, এবার এক বাসেই সল্টলেক! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া'র জগৎবল্লভপুরের মুন্সিরহাট থেকে সল্টলেকের সাপুরজি পর্যন্ত নতুন বাস পরিষেবার উদ্বোধন হল। এই রুটে বাস চালানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন স্থানীয়রা। আপাতত প্রতি আধ ঘণ্টা অন্তর বাস পাওয়া যাবে। ফলে অনেক কম সময়ে এবং কম খরচে কলকাতায় পৌঁছতে পারবে এখানকার বাসিন্দারা। স্থানীয় ব্যবসায়ী থেকে অফিস যাত্রী, প্রত্যেকেই এর ফলে লাভবান হতে চলেছেন।
advertisement
2/5
একদিকে কোলকাতার বিভিন্ন এলাকার সঙ্গে নতুন মেট্রোরেল রুটের যোগাযোগ শুরু হয়েছে। অন্যদিকে সেই সময়েই হাওড়ার প্রত্যন্ত গ্রামে নতুন যোগাযোগ ব্যবস্থার সূচনা হল। এই দুইয়ের যোগফলে জগৎবল্লভপুরের মুন্সিরহাটের সঙ্গে আরও সহজ হয়ে উঠল কলকাতার যোগাযোগ।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
3/5
নতুন চালু হওয়া বাসের লম্বা রুট। ফলে হাওড়া-আমতা রোডের মুন্সিরহাট, বড়গাছিয়া, ডোমজুড়, সলোপের বহু মানুষ এই পরিষেবার সুযোগ নিতে পারবেন। তাই প্রথম থেকেই যাত্রীর ব্যাপক চাপ থাকবে বলে মনে করছেন। মুন্সিরহাট-সাপুরজি রুটে মোট ১৪টি বাস চলাচল করবে।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
4/5
মুন্সিরহাট থেকে যাত্রা শুরু করে কোনা, বালি হল্ট, দক্ষিণেশ্বর, ডানলপ দুর্গানগর, এয়ারপোর্ট, সিটি সেন্টার, ইকোপার্ক, টাটা হসপিটাল, কারিগরি ভবন হয়ে নিউ টাউন পৌঁছবে এই বাস।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
5/5
বাসের এই নতুন রুট চালু হ‌ওয়ায় স্থানীয়রা দারুণ খুশি। এই প্রসঙ্গে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি'র সভাপতি রঞ্জন কুণ্ডু ও বিধায়ক সীতানাথ ঘোষ বলেন, এতদিন মুন্সিরহাট থেকে সল্টলেক যেতে কমপক্ষে তিনটি যান বদল করতে হত।এবারে এক বাসেই অনেক আগেই পৌঁছে যাওয়া যাবে। এতে অনেকটা খরচও কম হবে।[ছবি ও তথ্য: রাকেশ মাইতি]
advertisement
advertisement
advertisement