TRENDING:

২৫ বছরের জলযন্ত্রণা! আর সহ্য করতে না পেরে এ কী করলেন গ্রামবাসীরা! শোরগোল হাওড়ায়

Last Updated:

টানা ২৫ দিন ধরে জল জমে রয়েছে হাওড়া বেগড়ী গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেগড়ী, হাওড়া, রাকেশ মাইতি: জল থইথই করছে বাড়ি। শৌচকর্ম করারও উপায় নেই! চরম দুর্ভোগে কাটছে দিন। প্রায় ২৫ বছর ধরে জলযন্ত্রণা সহ্য করছেন হাওড়া বেগড়ী গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়ার কয়েক হাজার মানুষ। অল্প বৃষ্টিতেই জল জমে, বিগত ২৫ দিন ধরে জল জমে রয়েছে এলাকায়। এবার জল মুক্ত করতে রাস্তায় নামলেন মানুষ।
advertisement

জমা জলে বাড়িতে বসবাস করা দায়। অনেকে বাধ্য হয়ে ঘর ছেড়েছেন। ঘরে বসে খাওয়া বা বাড়িতে রান্নার উপায় নেই। মনে হচ্ছে যেন জলেই বাস করছেন মানুষ। প্রায় ৪০০-৫০০ পরিবার জলবন্দী। এই পরিস্থিতিতে হাওড়া বেগড়ী গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়ার বাসিন্দারা বাধ্য হয়ে পথ অবরোধে নামলেন। শুক্রবার সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত বেগড়ী-বন্যাপাড়া জাতীয় সড়ক সংযোগকারী রাস্তা অবরোধ করা হয়।

advertisement

আরও পড়ুনঃ রাত নামলেই…! বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে মানুষ! ‘এই’ এলাকায় যাওয়ার আগে সাবধান

প্রায় ২০-২৫ দিন ধরে জলমগ্ন এলাকা। নানা রকম শারীরিক সমস্যা দেখা দিয়েছে মানুষের। লাটে উঠেছে কাজকর্ম। স্থানীয়দের অভিযোগ, খাওয়াদাওয়া, কাজকর্মের সমস্যা তো রয়েছেই। জল বাড়তে থাকায় এখন শৌচকর্মেও অসুবিধা হচ্ছে। শৌচালয় থাকলেও তা ব্যবহার করার উপায় নেই।

advertisement

View More

রাজবংশী পাড়ায় মূলত নিম্নবিত্ত পরিবারের বাস। কিছু মানুষ প্রতিকূল অবস্থা বুঝে শৌচালয় কিছুটা উচ্চতায় তৈরি করতে সক্ষম হলেও অধিকাংশ মানুষের শৌচালয় জমা জলে ডুবে রয়েছে। এদিন কয়েকশো পুরুষ-মহিলা ঐক্যবদ্ধ হয়ে পথে নামেন। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডোমজুড় থানার পুলিশ এবং জনপ্রতিনিধিরা। বেশ কিছুক্ষণের চেষ্টা শেষে জমা জল মুক্তির প্রতিশ্রুতি এবং এলাকা পর্যবেক্ষণে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এই বিষয়ে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুবীর চট্টোপাধ্যায় ও বেগড়ী পঞ্চায়েতের প্রধান দেবাশীষ ঘোষ জানান, মানুষকে সমস্যামুক্ত করতে এলাকায় পাম্প বসানোর পাশাপাশি চিরতরে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২৫ বছরের জলযন্ত্রণা! আর সহ্য করতে না পেরে এ কী করলেন গ্রামবাসীরা! শোরগোল হাওড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল