TRENDING:

Newtown Problem: অসহ্য গরমেও দরজা জানালা বন্ধ করে থাকা ছাড়া উপায় নেই

Last Updated:

Newtown Problem: ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সন্ধ্যা হলেই ভোঁ ভোঁ আওয়াজ। দরজা-জানালা কিছু খোলার উপায় নেই। সারা শরীরে হুল ফুটিয়ে দিচ্ছে । তাই সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে দিতে হয় নিউটাউন বিসি ও ডিএ ব্লকের বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কেন, জানলে চমকে উঠবেন৷ যাদের উৎপাতে প্রাণ ওষ্ঠাগত নিউটাউনবাসী৷ তারা হল প্রাণঘাতী মশা৷
Newtown Problem
Newtown Problem
advertisement

মশকবাহিনী দিনে দুপুরে যখন তখন হুল ফুটিয়ে দিচ্ছে শহরবাসীকে। এমনই অভিযোগ ডিএ ব্লকের নার্সারি বাগান এলাকার বাসিন্দাদের। ইতিমধ্যেই ওই এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। মশার উৎপাতকে সঙ্গী করেই চলছে জনজীবন। এই নিয়ে একের পর এক অভিযোগ জমা পড়েছে নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ-এর অফিসে। তার পরই মশা মারতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকটি টিম তৈরি করে ফিল্ড ভিজিটে বেরোচ্ছেন এনকেডিএ কর্মীরা।

advertisement

আরও পড়ুন : নিউটাউনে জলের এটিএম! তীব্র গরমে পথচলতি মানুষের জন্য বিনামূল্যে পরিস্রুত জল

আরও পড়ুন :  রুটির নাম ‘রুমালি’ হল কেন? মুঘল ভোজসভায় এর ব্যবহার কী ছিল?

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এনকেডিএ সূত্রে খবর, এই মূহুর্তে নিউটাউনে ৩০টি ব্লকে মোট ৫০ টি আবাসন সমিতি আছে। সবমিলিয়ে ওই আবাসনগুলিতে এক লক্ষের কাছাকাছি মানুষ বাস করেন। ওই সমস্ত আবাসনগুলিতে নিয়মিত নজরদারি চালাচ্ছে এনকেডি এর ১০টি টিম। একজন করে সিনিয়র অফিসারের নজরদারিতে দুজন করে ভেক্টর কন্ট্রোল টিমের সদস্য এবং দুজন করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য রয়েছেন। তাঁরা সি ক্যানাল, বাগজোলা ক্যানাল, কেষ্টপুর ক্যানাল ছাড়াও প্রতিটি হাউজিং গুলিতে নিয়মিত পরিদর্শন করছেন। এলাকার জমা জল পরীক্ষা করে দেখা হচ্ছে, তাতে মশার লার্ভা আছে কিনা। থাকলে কীটনাশক স্প্রে করা বা ফগিং করা হচ্ছে বলে দাবি এনকেডিএ কর্তাদের। তারপরও মশার উৎপাত থেকে রেহাই মিলছে না ডিএ ব্লকের আবাসিকদের৷ এমনই অভিযোগ তাঁদের৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Newtown Problem: অসহ্য গরমেও দরজা জানালা বন্ধ করে থাকা ছাড়া উপায় নেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল