প্রসঙ্গত, পানাগড় শিল্পতালুকে রয়েছে একটি ইথানল তৈরির কারখানা। সেই কারখানা থেকেই এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন, বিগত কয়েক বছর ধরেই এই সমস্যা তারা সহ্য করছেন। কিন্তু কারখানার এই দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ। ঘরে থাকতে পারছেন না। সকাল থেকে রাত পর্যন্ত একই সমস্যা নিয়ে বসবাস করতে হচ্ছে তাদের।
advertisement
আরও পড়ুন : জঙ্গলমহলের শান্তির গ্রামগুলি বুঁদ হয়ে যাচ্ছিল নেশায়! সমাজ বাঁচাতে এগিয়ে এলেন মহিলারা
সমস্যার কথা জানতে পেরে এলাকা পরিদর্শনে এসেছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক। এই বিষয়ে আগেও একবার পরিদর্শন হয়েছিল। সেই রিপোর্টও পাঠানো হয়েছে বলে খবর। কিন্তু স্থানীয়রা ওই সরকারি আধিকারিককে প্রস্তাব দেন, তিনি যেন পুরো একটা দিন ওই এলাকায় বসবাস করেন। তাহলে তিনি বুঝতে পারবেন কারখানা দুর্গন্ধের জন্য বাস্তবে কতটা সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে।
আরও পড়ুন : কাজে নেমেছিলেন, কিন্তু উঠে আসার ডুলি বন্ধ! খনির নিচে আটকে পড়লেন ১১২ জন শ্রমিক
স্থানীয়রা বলছেন, পানাগড় শিল্পতালুক নিয়ে তাদের সমস্যা নেই। শিল্পতালকে নতুন কারখানা হলে, শ্রীবৃদ্ধি হলে আশপাশের মানুষজন উপকৃত হবেন। এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। কিন্তু এই দুর্গন্ধ নিয়ে তারা থাকতে পারছেন না। তাই সমস্যার দ্রুত সমাধান চান সকলে।
নয়ন ঘোষ





