Business Idea: মাশরুমের আচার-কাসুন্দি আরও অনেককিছু! সুস্বাদু পণ্য বানানোর নতুন বিজনেস আইডিয়া মহিলাদের জন্য, লাভ অনেক
- Published by:Madhab Das
 - hyperlocal
 - Reported by:Sarmistha Banerjee Bairagi
 
Last Updated:
শহরের মধ্যেই ব্যবসা করে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিচ্ছে একটি বেসরকারি সংস্থা, পাশে থাকার আশ্বাস পৌরসভার!
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: মাশরুম চাষের মধ্যে দিয়ে লক্ষ্মী লাভের পথ দেখাচ্ছে একটি বেসরকারি সংস্থা। রয়েছে বাণিজ্যিকভাবে মাশরুমের ব্যবসার সুযোগ। পাশে থাকার আশ্বাস দিয়েছে পুরুলিয়া পৌরসভা। সম্প্রতি, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পুরুলিয়া শহরে একটি মাশরুমের আউটলেট খোলা হয়েছে। সেখানে পাওয়া যাচ্ছে মাশরুমের সুস্বাদু বিভিন্ন পণ্য। যেমন রয়েছে মাশরুমের আচার, মাশরুমের কাসুন্দি, মাশরুমের চাটনি, মাশরুমের ভিনিগার-সহ নানা মুখরোচক খাদ্য সামগ্রী।
এছাড়াও থাকছে মাশরুমের বীজ (স্পন) ও কাঁচা মাশরুম। এই আউটলেট থেকে যে কেউ মাশরুমের বীজ ক্রয় করে তা দিয়ে মাশরুম চাষ করে বিক্রি করতে পারবেন। শুধু তাই নয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাশরুম চাষের প্রশিক্ষণ দেবে এই সংস্থা।  এমনকী তাদের উৎপাদন করা মাশরুমের বাণিজ্যিকীকরণের ব্যবস্থা করবে এই সংস্থা। এতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে মহিলারা। এছাড়াও কেউ যদি মাশরুম দিয়ে তৈরি করা এই প্রোডাক্টগুলিকে নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবসা করতে চায় তারও সুযোগ করে দিচ্ছে এই সংস্থা।
advertisement
advertisement
এ বিষয়ে ওই সংস্থার প্রোপাইট সুজন কুমার পণ্ডিত বলেন, তারা মাশরুমের বেশকিছু ভ্যারাইটি তৈরি করেছেন। এগুলি তারা বিক্রি করবেন। এছাড়াও তারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ট্রেনিং দিয়ে শেখাবেন কীভাবে মাশরুম উৎপাদন করতে হয়। পরবর্তীতে তাদের থেকে উৎপাদিত মাশরুম তারা কিনে নেবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নব্যেন্দু মাহালী বলেন, “স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাশরুমের ট্রেনিং-এর ব্যবস্থা করছে এই সংস্থা। আমরা তাদেরকে সমস্ত দিক থেকেই সহযোগিতা করব। আগে মাশরুম চাষ করলে তা কোথায় বিক্রি করতে হবে তা নিয়ে চিন্তায় পড়তে হতো চাষিদের। এই সংস্থার মাধ্যমে উৎপাদিত মাশরুম বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আগামীদিনে মাশরুম চাষে আগ্রহী হবে।”
advertisement
এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা রেখা রায় বলেন, এই সংস্থা যেভাবে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এতে তাদের উপকার হবে।  আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন তারা। স্থানীয় মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এক অভিনব ভাবনা নেওয়া হয়েছে। এই মাশরুম চাষের মধ্যে দিয়ে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 03, 2025 8:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: মাশরুমের আচার-কাসুন্দি আরও অনেককিছু! সুস্বাদু পণ্য বানানোর নতুন বিজনেস আইডিয়া মহিলাদের জন্য, লাভ অনেক
              