পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমলাই গ্রামের শিখা দের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। এরপর ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজই হয়ে ওঠে মূল সূত্র। সেই ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সন্দেহভাজন ওই মহিলাদের চিহ্নিত করে। সোমবার লোহাদহঘাট এলাকায় পুলিশ ফের সিসি ক্যামেরায় ওই চার মহিলাকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুনঃ লোকালয়ে গন্ধগোকুল উদ্ধার ঘরে শোরগোল! চিৎকার, চেঁচামেচিতে জমল ভিড়, কোথায় দেখা মিলল জানেন?
কান্দি এসডিপিও শাশ্রেক আম্বারদার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে প্রায় ৪০ গ্রাম সোনা এবং ১৮৭ গ্রাম ওজনের রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। এছাড়াও, চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া চার মহিলা হল চন্দ্রবতী দেবী, তারোনি বেদ, চাঁদনী বেদ এবং প্রভা বেদ। ধৃতরা কেউই এই রাজ্যের বাসিন্দা নন। প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের অনুমান, এই দলে আরও সদস্য রয়েছে, যাদের মূল কাজ হল ভিক্ষাবৃত্তির আড়ালে ফাঁকা বাড়িতে নজরদারি চালানো এবং সুযোগ বুঝে গয়না লুট করা। ধৃতদের এদিন কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে চক্রের বাকি সদস্যদের পরিচয় এবং তাদের চুরির অন্যান্য ছক সম্পর্কে জানার চেষ্টা চালানো হবে।






