TRENDING:

Robbery Case: ভিখারির ছদ্মবেশে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি! সিসি ক্যামেরায় পর্দা ফাঁস, পুলিশের জালে ৪ মহিলা, উদ্ধার প্রচুর সোনা

Last Updated:

Robbery In Bharatpur: দিনের আলোয় ফাঁকা ভিক্ষা করার নামে ফাঁকা বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি। গৃহস্থের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল চোরের দল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চার মহিলাকে গ্রেফতার করেছে ভরতপুর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভরতপুর, মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ভিক্ষা করার নামে দিনের আলোয় ফাঁকা বাড়িতে ঢুকে গয়না চুরি। অভিনব এই অপরাধ চক্রের পর্দা ফাঁস করল ভরতপুর থানার পুলিশ। চুরির ঘটনার তদন্তে নেমে চার মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় লোহাদহঘাট এলাকা থেকে ওই মহিলাদের পাকড়াও করা হয়েছে।
উদ্ধার হওয়া সোনা-সহ চার মহিলা
উদ্ধার হওয়া সোনা-সহ চার মহিলা
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমলাই গ্রামের শিখা দের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। এরপর ভরতপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরার ফুটেজই হয়ে ওঠে মূল সূত্র। সেই ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সন্দেহভাজন ওই মহিলাদের চিহ্নিত করে। সোমবার লোহাদহঘাট এলাকায় পুলিশ ফের সিসি ক্যামেরায় ওই চার মহিলাকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং নিশ্চিত হয়ে তাদের গ্রেফতার করে।

advertisement

আরও পড়ুনঃ লোকালয়ে গন্ধগোকুল উদ্ধার ঘরে শোরগোল! চিৎকার, চেঁচামেচিতে জমল ভিড়, কোথায় দেখা মিলল জানেন?

কান্দি এসডিপিও শাশ্রেক আম্বারদার জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে প্রায় ৪০ গ্রাম সোনা এবং ১৮৭ গ্রাম ওজনের রুপোর গয়না উদ্ধার করা হয়েছে। এছাড়াও, চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়া চার মহিলা হল চন্দ্রবতী দেবী, তারোনি বেদ, চাঁদনী বেদ এবং প্রভা বেদ। ধৃতরা কেউই এই রাজ্যের বাসিন্দা নন। প্রত্যেকেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

পুলিশের অনুমান, এই দলে আরও সদস্য রয়েছে, যাদের মূল কাজ হল ভিক্ষাবৃত্তির আড়ালে ফাঁকা বাড়িতে নজরদারি চালানো এবং সুযোগ বুঝে গয়না লুট করা। ধৃতদের এদিন কান্দি মহকুমা আদালতে পেশ করে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে চক্রের বাকি সদস্যদের পরিচয় এবং তাদের চুরির অন্যান্য ছক সম্পর্কে জানার চেষ্টা চালানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Robbery Case: ভিখারির ছদ্মবেশে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি! সিসি ক্যামেরায় পর্দা ফাঁস, পুলিশের জালে ৪ মহিলা, উদ্ধার প্রচুর সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল