South Dinajpur News: অসুস্থ রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ! গঙ্গারামপুরের হাসপাতালে তীব্র ক্ষোভ

Last Updated:

ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মৌসুমী মাড্ডি (২১)। ঘটনায় সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ক্ষোভ রোগীর পরিবারের সদস্য-সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের। 

ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ
ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: এক যুবতীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মৌসুমী মাড্ডি (২১)। ঘটনায় হাসপাতালের সামনে ক্ষোভ রোগীর পরিবারের সদস্য-সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষের।
চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। ঘটনা জানাজানি হতেই খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
সূত্র মারফত জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বোয়ালগাঁও গ্রামের বাসিন্দা মৌসুমী মার্ডি। বেশ কয়েকদিন আগে রক্ত জনিত সমস্যার কারণে তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় পরিবারের পক্ষ থেকে।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে রক্তের নমুনা হাসপাতালের ব্লাড ব্যাংক পাঠানো হয় রক্তের গ্রুপ জানার জন্য এবং সেই রক্ত ব্যবস্থা করার জন্য। পরে হাসপাতালে থেকে বলা হয় তাদের রোগীর জন্য AB পজেটিভ রক্ত লাগবে। সেই অনুসারে পরিবারের লোকেরা AB পজেটিভ রক্ত দেন। এর পরবর্তীতেই ঘটে বিপত্তি। তাঁরা জানতে পারেন হাসপাতাল থেকে ভুল রক্ত দেওয়া হয়েছে তাদের রোগীকে।
advertisement
এমন ঘটনায় রোগীর পরিজনরা ব্যাপক ক্ষোভ দেখাতে শুরু করে। দুপুর থেকে আদিবাসী মানুষেরা ভিড় জমাতে থাকেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। পরিস্থিতি বেহাল যেন না হয় সেই দিকে নজর রেখে গঙ্গারামপুর থানার পুলিশ মোতায়েন ছিল হাসপাতাল চত্বরে। পরবর্তীতে ওই রোগীর উন্নত চিকিৎসার জন্য আলোচনায় বসেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। তবে, ভুল রক্ত দেওয়ায় দায় কাদের! এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দফতরের কোনও উত্তর মেলেনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: অসুস্থ রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ! গঙ্গারামপুরের হাসপাতালে তীব্র ক্ষোভ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement