TRENDING:

Reclaim the Night: রাত দখল করতে পথে মহিলাদের জনস্রোত, হাল ফেরাতে কী কী বললেন তাঁরা?

Last Updated:

Reclaim the Night: বুধবার মধ্যরাতে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে নারী শক্তির দখলে চলে গেল রাজপথ। আরজি কর কাণ্ডে দোষীদের চরম শাস্তির দাবির পাশাপাশি নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়ে মধ্যরাতে মিছিল করলেন মহিলারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: এমন প্রতিবাদ এর আগে হয়ত দেখেনি কেউ। মহিলাদের উপর নৃশংস অত্যাচার, খুন ও ধর্ষণের মতো ঘটনা অতীতে ঘটলেও, আরজি কর কাণ্ড যেন টলিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা ও নিরাপত্তার ভিতকে। এরই প্রতিবাদে এক নতুন ইতিহাসের সাক্ষী থাকল রাজ্য।
advertisement

বুধবার মধ্যরাতে কলকাতা সহ জেলার বিভিন্ন প্রান্তে নারী শক্তির দখলে চলে গেল রাজপথ। আরজি কর কাণ্ডে দোষীদের চরম শাস্তির দাবির পাশাপাশি নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি নিয়ে মধ্যরাতে মিছিল করলেন মহিলারা। সেই মিছিলে সহযোগী হিসেবে পুরুষরাও যোগ দেন। জেলার সর্বত্রই দেখা গেল মহিলাদের ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগানে মুখরিত হতে। উত্তর ২৪ পরগনার নিউ টাউন থেকে শুরু করে দমদম, মধ্যমগ্রাম, বারাসত, হাবরা, অশোকনগর, গোবরডাঙা, বনগাঁ, সোদপুর, ব্যারাকপুর, পানিহাটি, বেলঘড়িয়া সহ জেলার প্রতিটি জায়গায় মহিলাদের রাজপথে নেমে প্রতিবাদের শামিল হতে দেখা গিয়েছে।

advertisement

আর‌ও পড়ুন: বাড়ি থেকে শুরু করে রিসর্ট, হাতির হানায় লণ্ডভণ্ড মাদারিহাট

কিন্তু এটাই কি শেষ? একদিনের এই গর্জনে পর কি আর হবে না মহিলাদের উপর অত্যাচার! ধর্ষণ বা মহিলাদের উপর অত্যাচারের এই ব্যাধি সারাতে আদৌ কি কোন‌ও উপায় আছে? বিভিন্ন স্কুলগুলিতে সেক্স এডুকেশন চালু করলে কি কিছুটা হলেও বদলাতে পারে মহিলাদের প্রতি সমাজের এমন কুরুচিকর দৃষ্টিভঙ্গি? এই প্রসঙ্গে কী বললেন রাত দখল করতে রাজপথে নামা বিভিন্ন বয়সের মহিলারা?

advertisement

View More

শিক্ষিকা থেকে গৃহবধূ, মা থেকে দিদিদের মুখে ফুটে উঠল ঠিক কেমন সমাজ আশা করছেন তার বর্ণনা। কীভাবে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের শিক্ষা দিলে এই ধরনের ব্যাধি সমাজ থেকে কিছুটা হলেও নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন তাঁরা, সেটাও বিস্তারিত জানান। নির্যাতিতা তরুণীর উপর যে নৃশংসতা রাজ্যবাসী দেখেছে, তা যেন আর কোন‌ও মহিলাকে দেখতে না হয় সেই লক্ষ্যেই সমাজের দৃষ্টিভঙ্গি বদলের ডাক শোনা গেল এদিনের নারী শক্তিদের গলায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Reclaim the Night: রাত দখল করতে পথে মহিলাদের জনস্রোত, হাল ফেরাতে কী কী বললেন তাঁরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল