TRENDING:

Bankura Doll: রথের পুতুল হিসেবে বিখ্যাত, কাজগ দিয়ে তৈরি, হাতি-বাঘ-সিংহের মাথা নড়ছে টুক-টুক করে

Last Updated:

টুক টুক করে নড়ছে মাথা! রথের এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: টুক টুক করে নড়ছে মাথা! রথের এই পুতুল তৈরি হয় কাগজ দিয়ে। দেখতে খুবই মিষ্টি এবং রঙিন। বাচ্চারা মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকে এই পুতুলের দিকে। বাঁকুড়ায় তৈরি হচ্ছে এই পুতুল। রথযাত্রার সময় রথকে সাজান নিয়ে বিশেষ উৎসাহ দেখা যায় বাচ্চাদের মধ্যে। তবে কী দিয়ে সাজাবে রথ? বাঁকুড়ায় তৈরি হচ্ছে রথকে কেন্দ্র করে এক ধরনের বিশেষ পুতুল। হাতি এবং সিংহ। এই দুই পুতুলের চাহিদা বাড়ছে হুরহুর করে। পুতুলগুলিতে রয়েছে বিশেষ মৌলিকতা। পুতুলগুলি দেখতে যেমন রঙিন ঠিক তেমনই আকর্ষণীয়। গোটা একটি পরিবার, চন্দ পরিবার। তৈরি করছেন নানা ধরনের হাতি এবং সিংহ। রথযাত্রা সময় এই হাতি-সিংহ গুলির চাহিদা বিপুল।
advertisement

উল্টো রথ এবং সোজা রথকে কেন্দ্র করে প্রতিবছর চন্দ পরিবার তৈরি করেন এগুলি। কাগজ এবং পিচবোর্ড দিয়ে তৈরি দেহ এরপর হাতি এবং সিংহের মুণ্ডুটি বানানো হয় কাগজ দিয়েই। তারপর বাঁশের ছোট্ট টুকরো দিয়ে মাটি লাগিয়ে দেহের সঙ্গে মাথার ঘটে সংযোগ স্থাপন। রথকে কেন্দ্র করে বাচ্চাদের বিশেষ উৎসাহ থাকে এই পুতুল গুলির প্রতি। এই পুতুলগুলিকে অনেক সময় রাখা হয় রথে, বাড়ে রথের সৌন্দর্য। এছাড়াও কেনে বাচ্চারা। দূর থেকে দেখলে বোঝা যাবে, টুকটুক করে নড়ছে মাথা। একটু হাওয়া দিলে কিংবা ধাক্কা দিলেই মাথা নাড়ে পুতুলগুলি। পুতুল প্রস্তুত কারক বলেন, “মূলত, মাটি ভরে বাঁশের পিছনটি ভারি করা হয়, যার জন্য পুতুলগুলির মাথা নড়ে। একমাত্র রথের সময় এই পুতুলগুলি তৈরি করা হয়।”

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

বাঁকুড়া শহরের মৌলাডাঙ্গার চন্দ পরিবার। পরিবারের সকলে মিলেই করছেন এই কাজ। প্রতিবছর মাটির কাজ করার পাশাপাশি রথের সময় এই পুতুল বানিয়ে রোজগার করেন তারা। এক একটি পুতুল বিক্রি হয় ৬০ থেকে ৭০ টাকায়। মহিলা শিল্পী জানান, “পয়সার অসুবিধা রয়েছে বলে এই কাজটি করছি। মাত্র ৬৯-৭০ টাকায় বিক্রি হয় পুতুলগুলি।”

advertisement

View More

আরও পড়ুনKolkata News: ‘স্কুলে রয়েছে বোমা’! কলকাতার দুটি নামী স্কুলে এই মর্মে এল ইমেল, ছড়াল আতঙ্ক, ছুটে এল বম্ব স্কোয়াড

বাঁকুড়া জেলা জুড়ে দেখা যায় বিভিন্ন রকমের উৎসব কেন্দ্রিক শিল্প। রথকে কেন্দ্র করে, এই বিশেষ পুতুলও এক ধরনের উৎসব কেন্দ্রিক শিল্প। যা দেখতেও মৌলিক এবং বাচ্চাদের মন কেড়ে নেয় খুব সহজে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

 নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Doll: রথের পুতুল হিসেবে বিখ্যাত, কাজগ দিয়ে তৈরি, হাতি-বাঘ-সিংহের মাথা নড়ছে টুক-টুক করে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল