Kolkata News: 'স্কুলে রয়েছে বোমা'! কলকাতার দুটি নামী স্কুলে এই মর্মে এল ইমেল, ছড়াল আতঙ্ক, ছুটে এল বম্ব স্কোয়াড
- Published by:Pooja Basu
- Reported by:Sudipta Sen
Last Updated:
এবারে প্রথম নয়। গত এপ্রিল মাসে শহরের নামকরা একটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমেল মারফত বলা হয়েছিল 'স্কুলে বোমা রাখা রয়েছে'। এই ইমেলগুলির তদন্ত শুরু করেছিল পুলিশ। তবে এখনও ইমেলের বিষয়ে বিশদের কিছু জানা যায়নি।
কলকাতা: কলকাতায় দুটি স্কুলে বমাতঙ্ক। কলকাতার দুটি স্কুলেই মেইল মারফত আসে হুমকি বার্তা। দুটি স্কুলের ইমেলে লেখা ছিল আজ দুপুর দুটোর মধ্যে স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল দেখেই পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। দুটি স্কুলের উর্দ্ধতন কর্তৃপক্ষ খবর দেয় থানায়। স্কুলে আসে পুলিশ ও বোম স্কোয়াড টিম। দীর্ঘ সময় ধরে চলে পুলিশের তল্লাশি অভিযান।
বুধবার সকাল ১১ টা নাগাদ আনন্দপুর ও শিয়ালদা চত্বরের দুটি স্কুলে বোমা রাখা আছে এই মর্মে ইমেল আসে বলে জানাচ্ছে স্কুল কর্তৃপক্ষ৷ যে ইমেলে লেখা ছিল দুপুর দুটোর সময় স্কুল উড়িয়ে দেওয়া হবে। পুলিশের কাছে খবর গেলে ছুটে আসে আনন্দপুর ও তালতলা থানার পুলিশ৷ আসে বোম স্কোয়াডের টিম। আনা হয় পুলিশের কুকুর। তন্নতন্ন করে চলে তল্লাশি৷
advertisement
advertisement
যে দুটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়, তার মধ্যে একটি স্কুল ক্যালকাটা বয়েজ স্কুল, অপরটি ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল। ক্যালকাটা বয়েস স্কুলের শিক্ষিকা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা এই ইমেল দেখে চমকে গিয়েছিলাম। তবে যাতে আতঙ্ক না ছড়িয়ে পড়ে সেই জন্যে স্কুলের সমস্ত বাচ্চাদের একটি ঘরে রাখা হয়েছিল। সেই সময় পুরো স্কুল জুড়ে বোম স্কোয়াডের টিম তল্লাশি শুরু করে দেয়। পরে তল্লাশি হয়ে গেলে তারা যখন বেরিয়ে যায় অর্থাৎ বোম স্কোয়াডের টিম তখন সমস্ত বাচ্চাদের আবার লাইন করে স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়। কোনওভাবেই তারা এই ঘটনার টের পায়নি। দীর্ঘ সময় ধরে স্কুল তল্লাশি করার পর কিছু পায়নি পুলিশ। তারপর তারা বেরিয়ে যায়।
advertisement
তবে এবারে প্রথম নয়। গত এপ্রিল মাসে শহরের নামকরা একটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। ইমেল মারফত বলা হয়েছিল ‘স্কুলে বোমা রাখা রয়েছে’। সেই সময় পয়লা বৈশাখের ছুটি থাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কোনও শোরগোল তৈরি হয়নি। এই ইমেলগুলির তদন্ত শুরু করেছিল পুলিশ। তবে এখনও ইমেলের বিষয়ে বিশদের কিছু জানা যায়নি। কে বা কারা শহরের দুটি স্কুলের ইমেলে বোমার হুমকি পাঠাল তা তদন্ত করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 6:12 PM IST