দাবি না মানা পর্যন্ত SSC ভবনের সামনে চলবে শিক্ষাকর্মীদের অবস্থান
- Published by:Pooja Basu
- Reported by:Sudipta Sen
Last Updated:
এসএসসি ভবনে ছিলেন না চেয়ারম্যান। অনড় চাকরিহারারা বৃষ্টি মাথায় করে স্লোগান আর দাবি নিয়ে এস এস সি ভবনের সামনে অবস্থানে বসে পড়লেন।
কলকাতা: বুধবার ফের পথে নামল চাকরিহারা শিক্ষাকর্মীদের যোগ্য অধিকার মঞ্চ। করুণাময়ী থেকে এস এস সি ভবন পর্যন্ত গেল মিছিল। এসএসসি ভবনে ছিলেন না চেয়ারম্যান। অনড় চাকরিহারারা বৃষ্টি মাথায় করে স্লোগান আর দাবি নিয়ে এস এস সি ভবনের সামনে অবস্থানে বসে পড়লেন।
৩ এপ্রিল সুপ্রিম রায়ে চাকরিহারায় শিক্ষাকর্মীরা। ১৭ এপ্রিল শীর্ষ আদালতের রায়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা চাকরি করতে পারলেও বঞ্চিত হন শিক্ষাকর্মীরা। তাদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গ্রুপ-সি ২৫ হাজার ও গ্রুপ-ডি কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা পাওয়ার কথা রাজ্য সরকার জানলে হাইকোর্টের রায়ে তা আইনি বাধার মুখে পড়েছে। এবার তাই ফের পথে নামার ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।
advertisement
আরও পড়ুনLand Turns Gold: উত্তরবঙ্গের ‘এই’ মাটিতে সোনা নয়, সোনাই হল মাটি! তোড়লপাড়ায় খোঁজ মিলল ‘জাদুমাটি’র
advertisement
পূর্বের পরিকল্পনা মতো তাদের পক্ষ থেকে তিনটি দাবি সামনে রাখা হয়েছিল আজ। প্রথম দাবি, যোগ্য ১২৫৫ জন গ্ৰুপ-সি এবং যোগ্য ২১৩৯ জন গ্ৰুপ-ডি অর্থাৎ টোটাল ৩৩৯৪ জন যোগ্য শিক্ষা কর্মীর সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে এস.এস.সি কে। দ্বিতীয় দাবি, সকল OMR কপি যেগুলি সিবিআই (CBI) উদ্ধার করেছে সেই ও.এম.আর (OMR)-এর স্ক্যান কপিগুলি অবিলম্বে এসএসসির (SSC) ওয়েবসাইটে আপলোড করতে হবে। তৃতীয় দাবি, এই ৩৩৯৪ জন যোগ্য শিক্ষাকর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতে হবে।এই দাবিগুলিকে সামনে রেখেই আজ বেলা ১ টা নাগাদ করুণাময়ী থেকে মিছিল করে এস এস সি (SSC) ভবনের সামনে আসেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।
advertisement
এস এস সি ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছিল আগেই থেকেই। উপস্থিত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিপুটি কমিশনার অনিশ সরকার। সামনের সারিতে এসেই চাকরিহারাদের সঙ্গে কথা বললেন তিনি। প্রথমে উইপ্রো মোড় থেকে করুণাময়ী যাওয়ার সমানের রাস্তা বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়। নিজেদের দাবি পূূরণ না হওয়া পর্যন্ত এস এস সি অফিসের সামনে বসে থাকার ঘোষণা করেছেন যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চের চাকরিহারারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 5:41 PM IST