Land Turns Gold: উত্তরবঙ্গের 'এই' মাটিতে সোনা নয়, সোনাই হল মাটি! তোড়লপাড়ায় খোঁজ মিলল ‘জাদুমাটি’র
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
টাকা মাটি, মাটি টাকা।বাস্তবে মাটির দাম দুর্মুল্য তো বটেই। এই মাটি জলে গুলে গাছে স্প্রে করলে সেই গাছের বৃদ্ধি অবধারিত।
advertisement
এই মাটি তৈরি হচ্ছে আখের ছিবড়া ফেলার পরে জমে থাকা মাটি থেকে। রাজ্য সরকারের অধীনে থাকা ফাইটোকেমিক্যাল কমপ্লেক্সে চলছে এই গবেষণা। গবেষকরা জানাচ্ছেন, আখের রস বের করে নেওয়ার পর যে খোসা পড়ে, সেই খোসা যেখানে মাটির সঙ্গে মিশে থাকে, ঠিক সেই মাটির স্তরই অসাধারণ গুণসম্পন্ন। গবেষণাগারে নানা ধাপ পেরিয়ে সেই মাটি থেকেই তৈরি হচ্ছে ‘ট্রাইকন্ট্রোনাল’ নামের এক জৈব বৃদ্ধিকারক উপাদান।
advertisement
advertisement
advertisement








