পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে এমনই রেডিমেড রথ বিক্রি হচ্ছে বেশ ভালভাবে। থার্মোকল, কাঠ, কাগজ ও সাজসজ্জার বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এই রথগুলি দেখতে যেমন আকর্ষণীয়, দামেও তেমন সাশ্রয়ী।
advertisement
ছোট থেকে মাঝারি আকারের রথ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। শিল্পী অর্থাৎ বিক্রেতা সাহেব দত্ত বলেন, আগে অল্প তৈরি করতাম। তবে এখন বেশি করে তৈরি করি, কারণ চাহিদা বেড়েছে। বিক্রি এই রথের আগে ভালই হচ্ছে।
স্থানীয় শিল্পী সাহেব দত্ত গত কয়েক বছর ধরে এই রথ তৈরি করছেন ও বিক্রি করছেন শহরের বিভিন্ন প্রান্তে। রথযাত্রার আগের দিনগুলিতে তাঁর দোকানে ভিড় বাড়ছে চোখে পড়ার মত। শুধু কাটোয়া নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও মানুষ আসছেন এই রথ কিনতে।
রথের আগে শিশুদের মুখে হাসি ফোটাতে অনেকেই কিনছেন এই রঙিন রেডিমেড রথ। ফলে বদলে যাওয়া সময়ে এই রেডিমেড রথ যেন রথযাত্রার আনন্দকে ধরে রাখার এক আধুনিক উপায় হয়ে উঠেছে।
বনোয়ারীলাল চৌধুরী