রাজ্য সরকারের উদ্যোগে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাসিন্দাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতই এত বছর ধরে রথযাত্রা ও বাঙালির ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বেশ কয়েক বছর আগে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বেশ কয়েকটি রথযাত্রা উদযাপন করা হত। আর এবছর রাজ্যের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর বাংলা ও বাঙালির মনে জগন্নাথ দেবের আবেগ উজ্জীবিত হয়ে পড়েছে।
advertisement
আরও পড়ুন: টানা ৩৫ বছর গড়ায় নি, এবার গড়াবে! জানেন কেন রথযাত্রায় রথের চাকা আটকে ছিল বজবজের রাজপথে
দক্ষিণ ২৪ পরগনা নতুন বেশ কয়েকটি রথযাত্রা কমিটি এ বছর থেকে রথযাত্রা উৎসব উদযাপন করছে। বিবেকানন্দ পল্লী, উত্তর কালিকাপুর, নেতাজি সংঘ, রায়নগর পল্লীবাসী পক্ষ এ বছর থেকে নতুন রথযাত্রা সূচনা করা হয়েছে। এ বিষয়ে এক উদ্যোক্তা বলেন, “এ বছর থেকে আমাদের নতুন রথযাত্রার শুভ সূচনা করা হচ্ছে। এটি আমাদের প্রথম বছর এলাকাবাসীরা অনেকটাই উচ্ছ্বাসিত রয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারা আরও জানান, “দিনরাত এক করে রথ নির্মাণ থেকে শুরু করে বিগ্রহ নির্মাণ করেছেন। প্রাচীন রীতিনীতি মেনেই নিম কাঠের বিগ্রহ তৈরি করা হয়েছে। মূলত আমাদের দুটি গ্রামেই রথযাত্রা হয়। কিন্তু মাঝখানে আমাদের এই এলাকায় কোন রথযাত্রা না থাকার কারণে এলাকাবাসীরা অন্যত্র রথযাত্রা দেখতে চলে যায়। কিন্তু আমরা বেশ কয়েকজন উদ্যোক্তা ও এলাকাবাসীরা আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের গ্রামেই রথযাত্রা করা হবে। সেই মতই আমাদের গ্রামেই রথযাত্রা করা হচ্ছে।”
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনের পর বাংলায় রথযাত্রার সংখ্যা কার্যত বেশ কয়েক গুণ বেড়েছে। প্রশাসনিক সূত্রে খবর, জেলাতে যেখানে রথযাত্রা বেশ কয়েকটি ছিল সেখানে এ বছর সেই সংখ্যা দাঁড়িয়ে গিয়েছে প্রায় দুই থেকে তিন গুণ। মূলত বাংলার মানুষের মধ্যে দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর জগন্নাথ দেবের আবেগ ছড়িয়ে পড়েছে।
সুমন সাহা