Rath Yatra 2025: টানা ৩৫ বছর গড়ায় নি, এবার গড়াবে! জানেন কেন রথযাত্রায় রথের চাকা আটকে ছিল বজবজের রাজপথে

Last Updated:

Rath Yatra 2025: দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর বজবজের রাজপথে চলবে জগন্নাথদেবের রথ। আর সেজন্য চলছে জোরকদমে প্রস্তুতি।

+
বজবজ

বজবজ কালীবাড়ির রথ

বজবজ: দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর বজবজের রাজপথে চলবে জগন্নাথদেবের রথ। আর সেজন্য চলছে জোরকদমে প্রস্তুতি। এই রথের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় মানুষের আবেগ। প্রায় ৩৫ বছর রথ টানা বন্ধ থাকার পর, এই বছর বজবজ চিত্রগঞ্জ কালীবাড়িতে টানা হবে রথ। কালিবাড়ি থেকে রথ বেরিয়ে বজবজ চৌরাস্তায় শিব মন্দিরে মাসির বাড়িতে থাকবে। এই রথ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হবে এবছর।
স্বর্গীয় জগন্নাথ দাস দক্ষিণ ২৪ পরগনার বজবজে এই রথযাত্রা শুরু করেন। পরে তিনি ১৯৮০ সাল নাগাদ রথটি রক্ষণাবেক্ষণ এবং পুজোর জন্য বজবজ কালীবাড়ির তৎকালীন কমিটিকে দান করেন। তারপর থেকে মাত্র দু থেকে তিনবার কালীবাড়ি থেকে রথ যাত্রার দিন বেরিয়েছিল রথ। এরপর কালীবাড়ির সেই রথ বিকল হয়ে ভগ্নদশায় পরিণত হয়। যার কারণে রথ যাত্রার দিন আর বের করা হত না রথ।
advertisement
advertisement
তবে রথ টানা না হলেও রথযাত্রা সময় পুজো হত। কালীবাড়ি কমিটির আর্থিক অবস্থা সেই রকম না থাকার কারণে রথ সারানো যায়নি। তবে এবার সারানো হয়েছে এই রথ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির যুগ্ম সম্পাদক স্মৃতি রঞ্জন ঘোষ বলেন, রথটি পুনঃনির্মাণের খরচ কালীবাড়ি কমিটি না করলেও, এখনও পর্যন্ত রথের পিছনে আনুমানিক সাত লক্ষ টাকা খরচ হয়েছে। সেই খরচ আরও বাড়তে পারে। রথের শোভাযাত্রায় থাকছে ঢাক, নৃত্যের দল। এই রথকে নিয়ে সাধারণ মানুষের আবেগ রয়েছে চোখে পড়ার মত।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rath Yatra 2025: টানা ৩৫ বছর গড়ায় নি, এবার গড়াবে! জানেন কেন রথযাত্রায় রথের চাকা আটকে ছিল বজবজের রাজপথে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement