Batagur Baska: দেখতে অনেকটা...! বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নেই, রয়েছে কেবল সুন্দরবনেই, জানেন কি সেই প্রাণী! গ্যারান্টি আপনার আন্দাজেরও বাইরে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Batagur Baska: একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়নমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ ধরনের প্রাণী। এখন কেবল রয়েছে সুন্দরবনে।
সুন্দরবন: জানেন কি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কাছে এমন এক প্রাণী রয়েছে যা এই মুহূর্তে বিশ্বের আর কোন জঙ্গল বা নদী সমুদ্রে নেই। বাটাগুর বাসকা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ, যা বিশ্বের আর কোথাও নেয়। যা আছে সুন্দরবন বাঘ্য প্রকল্পে, এই বিশেষ প্রজাতির কচ্ছপ বাটাগুড় বাসকা সংরক্ষণে সফলতা পেল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।
রয়্যাল বেঙ্গল টাইগারের পর এবার বাটাগুর বাসকা কচ্ছপের সংরক্ষণে সফল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন সুন্দরবনে, এখানে দেখা মেলে এই বিলুপ্ত প্রায় কচ্ছপেরও। একসময় সুন্দরবন থেকে শুরু করে মায়নমার, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া উপকূল পর্যন্ত এই বিশেষ ধরনের কচ্ছপের বসতি ছিল। বর্তমানে সারা বিশ্বের কোন জঙ্গল বা নদী বা সমুদ্রে এদের দেখা মেলে না বলে দাবি করছেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।
advertisement
advertisement
সমুদ্র উপকূল এলাকা থেকে অন্যান্য কচ্ছপের ডিম সংগ্রহ করতে এই বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপের ডিম মিলে ১৯৯৭ সালে। তার থেকে দু’একটা বাচ্চার জন্ম হয়। ২০০৮ সালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সাতটি পুরুষ কচ্ছপ ও পাঁচটি স্ত্রী কচ্ছপ নিয়ে সংরক্ষণের কাজ শুরু করেছিল। বর্তমানে ৬৫০ টির বেশি এই কচ্ছপ রয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তত্ত্বাবধানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথমে প্রাকৃতিক উপায়ে কচ্ছপগুলির বংশবৃদ্ধি হলেও গত তিন বছর ধরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কৃত্রিম উপায়ে ডিম ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যার সাফল্য হাতে এসেছে বন দফতরের। চলতি বছরে কৃত্রিম উপায়ে মোট ২২৩ টি কচ্ছপের জন্ম হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। বর্তমানে সজনেখালী, দো বাকি, নেপি ধোপানি, চামটা, হরিখালীতে এদের সংরক্ষণের ব্যবস্থা করেছে বন দফতর।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 1:45 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Batagur Baska: দেখতে অনেকটা...! বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নেই, রয়েছে কেবল সুন্দরবনেই, জানেন কি সেই প্রাণী! গ্যারান্টি আপনার আন্দাজেরও বাইরে