তারইমধ্যে অন্যতম দাঁইহাটের বিবেকানন্দ ক্লাবের আয়োজন। প্রতিবছরই এই ক্লাব নতুন চমক নিয়ে আসে দর্শনার্থীদের জন্য। থিম থেকে আলো, সবেতেই থাকে অভিনবত্ব। দাঁইহাট শহরে তাদের পুজো খ্যাত রাইরাজা নামে। এবছর এই ক্লাবের তরফে গড়ে তোলা হয়েছে এক অভিনব মন্ডপ। যার নাম দেওয়া হয়েছে চালচিত্রের ইতিকথা। বাংলার হারিয়ে যেতে বসা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেই তাদের এবারের এই বিশেষ ভাবনা।
advertisement
আরও পড়ুন : সুন্দরবন ঘুরতে গিয়ে মিলল বাঘের দেখা, খুশিতে ডগমগ পর্যটকরা! দক্ষিণরায়কে দেখে ছবি তোলার হিড়িক
দাঁইহাট বিবেকানন্দ ক্লাবের কোষাধ্যক্ষ হিমাংশু দত্ত এই প্রসঙ্গে জানান, “হস্তশিল্পটাকে আমরা বার্তা হিসেবে দিতে চেয়েছি। এই হস্তশিল্প ধীরে ধীরে কমে যাচ্ছে, হস্তশিল্প দিয়েও যে থিম তৈরি করা যায়, সেটাই আমরা তুলে ধরেছি।” মূলত হস্তশিল্পকে সকলের সামনে উপস্থাপন করার জন্য এবং এই শিল্প যাতে হারিয়ে না যায় সেই বার্তা দিতেই এবছরের বিশেষ থিম। কুলো, ঝুড়ি, মাদুর পোড়ামাটির পুতুল সহ আরও বিভিন্ন ধরনের হস্তশিল্পের নিদর্শন দিয়ে এই থিম সাজানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ ভিড় জমাচ্ছেন ক্লাব প্রাঙ্গণে। থিম দেখতে এসে বিকাশ সরকার নামের এক দর্শনার্থী বলেন, “দাঁইহাট শহরে রাস দেখতে এসেছিলাম। এই থিম ঘুরে দেখলাম, বেশ ভাল লাগল। আশা করছি যারা আসবেন, তাদেরও ভাল লাগবে।” শুক্রবার অবধি এই থিম থাকবে। এছাড়াও সঙ্গে থাকবে আর নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই যারা দাঁইহাট শহরে রাস দেখতে যাবেন, তারা একবার হলেও ঘুরে দেখতে পারেন থিম চালচিত্রের ইতিকথা।





