TRENDING:

Birbhum News : ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার, ধৃত শিক্ষককে তোলা হল আদালতে! 'গুণধর' দাবি করলেন, 'নির্দোষ, কোর্টে প্রমান করব'

Last Updated:

Birbhum News : সপ্তম শ্রেণীর ছাত্রীর ওপর নির্যাতন। তারপর দেহ টুকরো টুকরো করা। গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষককে। অভিযুক্তকে তোলা হল আদালতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামপুরহাট, বীরভূম, অক্ষয় ধীবর : সপ্তম শ্রেণীর ছাত্রীর ওপর নির্যাতন। তারপর টুকরো টুকরো করে দেহ কে*টে ফেলা। পরে জলাজমি থেকে উদ্ধার হয় পচাগলা দেহ। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষককে। রামপুরহাটের কালিডাঙার এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল। ঘটনার ১০ দিনের মাথায় বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এদিন মঙ্গবার সেই অভিযুক্ত শিক্ষককে তোলা হল আদালতে।
রামপুরহাট মহকুমা আদালত
রামপুরহাট মহকুমা আদালত
advertisement

অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে এদিন রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। যদিও অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, তিনি যে নির্দোষ, তা আদালতে তিনি প্রমান করবেন। উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চার্জশিটে ধ*র্ষণ ও খু*নের উল্লেখ করা হয়েছে। এদিন ২৮ সেপ্টেম্বর আদালতে চার্জ গঠনের দিন ধার্য করা হয়েছিল। সেইমতো অভিযুক্ত শিক্ষকে আদালতে পেশ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : ছট পুজোয় বাবা-কাকার সঙ্গে জলে নেমে তলিয়ে গেল দুই ভাই, ভাগীরথী ‘উথালপাতাল’ করেও মেলেনি খোঁজ

প্রসঙ্গত, গত ২৮ অগস্ট টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সপ্তম শ্রেণীর ছাত্রী। পরিবারের তরফ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার ২০ দিনের মাথায়, গত ১৬ সেপ্টেম্বর কালিডাঙা গ্রামের কাছে জলাজমি থেকে উদ্ধার করা হয় দেহের পচাগলা অংশ। তদন্তে নেমে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় স্কুলের ভৌতবিজ্ঞান শিক্ষককে।

advertisement

আরও পড়ুন : ভোররাত থেকে সাধু জানা ঘাটে থিকথিকে ভিড়, জলে দাঁড়িয়ে অপেক্ষা সূর্যদেবের! ছট পুজোয় কড়া নিরাপত্তা কাঁথিতে

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন, এমন তথ্যও উঠে আসে। ঘটনার ১০ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। তখনই বিচারক ধৃতকে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি এদিন অর্থাৎ ২৮ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছিলেন। সেইমতো অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News : ছাত্রীর ওপর নৃশংস অত্যাচার, ধৃত শিক্ষককে তোলা হল আদালতে! 'গুণধর' দাবি করলেন, 'নির্দোষ, কোর্টে প্রমান করব'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল