আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! আচমকা কানফাটা শব্দ, দু’ভাগ হয়ে গেল এক্সপ্রেস ট্রেন, মাঝরাতে বিভীষিকা
পুলিশ ও ব্যবসাদার সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে রসুলপুর বাজারের একটি চালের দোকানের সাটার ভেঙে দুষ্কৃতিরা লুটপাট চালিয়ে দোকান থেকে নগদ প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৫ বস্তা বিরিয়ানি তৈরীর চাল নিয়ে চম্পট দেয় বলে চাল ব্যবসায়ীর অভিযোগ। এরপর গহনার দোকানের সাটার ভেঙে দোকান থেকে প্রায় ৫০ থেকে ৫৫ গ্রাম সোনার গহনা ও পাশের একটি গ্যাস-সিলিন্ডারের ডিস্ট্রিবিটরের দোকান থেকেও তালা ভেঙে প্রায় নগদ ২৫ হাজার টাকা চুরি যায় বলে অভিযোগ। এছাড়াও একটি কাপড়ের দোকান থেকে বেশ কয়েক হাজার টাকা নগদ-সহ বেশ কিছু মহিলাদের পোশাক চুরি যায় বলেও অভিযোগ।
advertisement
এমনকি চোরেরা চুরি করার আগে সিসি ক্যামেরার তার কেটে দেয় এবং কয়েকটি দোকানের ডিভিআর নিয়েও চম্পট দেয় চোরেরা। এরপর রসুলপুর বাজারে থাকা একটি সরকারি ব্যাঙ্কের পিছনের জানালা ভেঙে দুষ্কৃতীরা চুরির চেষ্টা করে বলে অভিযোগ। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে পিছনের দিকে বেশ কিছু জানালার ছিটকিনি ভাঙলেও রড কাটতে না পারায় ব্যাঙ্কের ভিতরে ঢুকতে পারেনি দুস্কৃতীরা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কলকাতাতেও! প্রবল ঝড়বৃষ্টি আসছে মহানগর-সহ আরও ৬ জেলায়
পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। দিলীপ বিশ্বাস জানান, সকালবেলা দোকানের কাছ থেকে ফোন করে আমাকে বলা হয় দোকানের তালাভাঙা। আমি এসে দেখি দোকানের তালা ভাঙ্গা। দোকানের ভিতর একটি লকার থেকে ৫০-৫৫ গ্রামের মতো সোনার জিনিস নাক, কানের দুল নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। আমার দোকান ছাড়াও একাধিক দোকানে চুরি হয়েছে। এছাড়াও ব্যাংকে ঢোকার চেষ্টা করেছিল। সিসিটিকে ক্যামেরা আছে কিন্তু তার তার কেটে দিয়েছিল। একজন এসে তারটা কাটছে ওইটুকুই দেখা গেছে কিন্তু তার মুখ ঢাকা ছিল। ব্যবসায়ী হরিপদ মল্লিক বলেন, “দোকানের শাটার ভেঙ্গে চুরি হয়ে গেছে। বস্তা পাঁচেক বিরিয়ানির চাল ও ক্যাশে থাকা ১ লক্ষ ৭৭ হাজার টাকার মতো নিয়ে চম্পট দিয়েছে চোরেরা”।






