পটচিত্র কী? শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মত এক অরণ্য গ্রাম ভরতপুর। বেশ কয়েকজন পটুয়া শিল্পীর আদি বাসস্থান এই গ্রামে। বাঁকুড়ার ঐতিহ্যবাহী লোকশিল্প ঘরাণা পটচিত্র এদের হাত দিয়েই আজ বেঁচে আছে। অভাব , দারিদ্র্য এবং অশিক্ষার সঙ্গে সংগ্রাম করে যা প্রায় লুপ্ত হতে বসেছিল। তবে আবারও জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। এখন এই পট শিল্পীরা বানাচ্ছেন রাখি। গোল গোল চাকতি করে, সেই চাকতির উপর ছবি এঁকে তৈরি হচ্ছে রাখি।
advertisement
আরও পড়ুন: আজ ২২ শ্রাবণ, রবি স্মরণে পুরনো ছোঁয়া বিশ্বভারতীতে
রাখিগুলির মধ্যে ফুটে উঠেছে শিকারের গল্প। পৌরাণিক কাহিনী এবং আদিবাসী জীবনধারা। খুব সাধারণ অথচ আভিজাত্যপূর্ণ এই রাখি! সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন রংয়ের খেলা। আর এই খেলায় চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারবেন। পট চিত্রশিল্পীদের গ্রামে গিয়ে নিজে যাচাই করে কিনে নিন রাখি। রাখিগুলি তৈরি করতে যথেষ্ট পরিশ্রম করতে হলেও দাম খুবই সামান্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুশুনিয়ার পাহাড়তলিতে খুঁজে খুঁজে এরা বিভিন্ন রঙের পাথর জোগাড় করেন আর তারপর সেগুলি গুঁড়ো করে বিভিন্ন ধরণের রঙ প্রস্তুত করেন। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করেন বলে এঁদের আঁকা পটের রং বহুদিন অবিকৃত থাকে।