Rabindranath Tagore Death Anniversary: আজ ২২ শ্রাবণ, রবি স্মরণে পুরনো ছোঁয়া বিশ্বভারতীতে
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিন দুপুরে ক্যাম্পাসে যথাযথ মর্যাদায় বৃক্ষরোপণ উৎসব উদযাপন করা হয়েছে
![বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ৮৩ বছর বয়সে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। তাঁর চলে যাওয়ায় থমকে গিয়েছিল গোটা বাংলা, স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, পড়ুয়া এবং আশ্রমিকরা। সকালে উপাসনা গৃহে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা।[ছবি ও তথ্য: সৌভিক রায়] বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। ৮৩ বছর বয়সে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। তাঁর চলে যাওয়ায় থমকে গিয়েছিল গোটা বাংলা, স্তব্ধ হয়ে গিয়েছিল সারা বিশ্ব। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, পড়ুয়া এবং আশ্রমিকরা। সকালে উপাসনা গৃহে আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা।[ছবি ও তথ্য: সৌভিক রায়]](https://images.news18.com/static-bengali/uploads/2025/08/HYP_5366711_img20250808wa0032_watermark_08082025_133230_2.jpg?impolicy=website&width=827&height=620)