অভিনেতা দেবের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি খাদান। যে সিনেমার একটি বড় অংশ শুটিং হয়েছে পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চলে। তখনই অভিনেতার সঙ্গে দেখা করার সুযোগ পান রাইমা। তবে তখনও জানতেন না, প্রিয় অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ আসবে তার কাছে। আর এমন সুযোগ আসতেই তিনি তা লুফে নেন। খাদান ছবিতে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অভিনয় করেছেন দেবের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: মাইথন ঘুরতে গেলে দেখা মিলবে আলাদা রূপের, সেজে উঠেছে নতুন সাজে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাইমা পাল আসানসোলের বার্নপুর এলাকার বাসিন্দা। বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী। কখনও বড় পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা ছিল না তার। তবে দেবের সঙ্গে প্রথমবার সেই সুযোগ পেয়েছেন তিনি। অভিনেতাকে কাছে থেকে দেখতে যেমন পেয়েছেন, তার সঙ্গে দেদার ছবি তোলার সুযোগও পেয়েছেন। একইসঙ্গে তার হাতে রাখি পরিয়ে দিতে পেরেছেন। অভিনয় শেখার সুযোগ পেয়েছেন দেবের কাছে।
আরও পড়ুন: বছর শেষে ঝটিকা সফরের ৫ সেরা স্পট, সময় লাগবে একদিন! খাওয়াদাওয়া সেরে বাড়ি ফিরুন
অভিনয় করতে গিয়ে একাধিকবার ভুল হয়েছে তার। কিন্তু প্রত্যেকবার সেই ভুল সংশোধন করে দিয়েছেন সেটের সিনেম্যাটোগ্রাফার থেকে শুরু করে অভিনেতা সহ সকলেই। এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাইমা নিজে। অন্যদিকে খাদানের মত একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে রাইমা নিজে ভীষণ খুশি। পাশাপাশি খুশি তার পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলেই।
নয়ন ঘোষ