যদিও সকাল ৯টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় এর তেমন কোনও প্রভাব দেখা যায়নি, তবে ধানবাদ ডিভিশনের খড়গপুর ও পরেশনাথ স্টেশনে কুড়মি সমাজের পক্ষ থেকে অবরোধ শুরু হয়েছে। এর জেরে খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
advertisement
খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক (PRO) নিশান্ত কুমার জানিয়েছেন, কুড়মি সমাজের আন্দোলনের ফলে একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত এবং ঘুরপথে চালানো হয়েছে।
বাতিল করা ট্রেনগুলির তালিকা: ১৩৫০৪ হাঁটিয়া–বর্ধমান প্যাসেঞ্জার, ৫৩৩৫৭ বর্ধমান–গোমো প্যাসেঞ্জার, ৫৩৩৫৭ গোমো–বর্ধমান প্যাসেঞ্জার, ১৩৩৩১ ধানবাদ–পাটনা প্যাসেঞ্জার, ৫৩৩৩৯ খড়গপুর–ধানবাদ প্যাসেঞ্জার, ৬৩৫৪২ গোমো–আসানসোল প্যাসেঞ্জার, ৫৩৩২৩ সিন্দ্রি–ধানবাদ প্যাসেঞ্জার, ৫৮০৩৩ বোকরো স্টিল সিটি–রাঁচি প্যাসেঞ্জার
সংক্ষিপ্ত করা হয়েছে যেসব ট্রেনের যাত্রাপথ: আসানসোল–হাঁটিয়া, আসানসোল–বারাণসী, পাটনা–বরকাখানা, ধানবাদ–শামাপুর, দুমকা–রাঁচি এক্সপ্রেস, বর্ধমান–হাঁটিয়া এক্সপ্রেস, পাটনা–রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।
ঘুরপথে চালানো হচ্ছে যেসব ট্রেন: এখনও পর্যন্ত নির্দিষ্ট তালিকা প্রকাশ না হলেও একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই আন্দোলনের ফলে রেলযাত্রীদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আগাম তথ্য যাচাই করে যাত্রার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে।