Hotel: হোটেলে রাত কাটাবেন, ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেন লাইট? খবরদার করবেন না এই ভুল! অন্ধকারেই করুন এই কাজ...কেন? কারণ জানলে প্রতিবার করবেন

Last Updated:
Hotel Tips: হোটেলের ঘরে ঢুকে প্রথমেই বেশিরভাগ ঘরের স‍্যুইচ টিপে আলো জ্বালিয়ে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ভুল! হোটেলের ঘরে ঢুকে প্রথমে একেবারেই জ্বালানো উচিত নয় আলো। কিন্তু কেন?
1/11
সামনেই পুজোর ছুটি। পুজোর ছুটিতে বেশিরভাগ বাঙালিরই থাকে ঘুরতে যাওয়ার প্ল‍্যান। ঘুরতে গেলেই থাকতে হবে হোটেলে বা গেস্ট হাউসে। তবে কেবল ঘুরতে যাওয়া নয়, অফিসের কাজই হোক বা অন‍্য কোনও প্রয়োজন, বিভিন্ন কারণে হোটেলে কমবেশি সবাইকেই থাকতে হয়েছে।
সামনেই পুজোর ছুটি। পুজোর ছুটিতে বেশিরভাগ বাঙালিরই থাকে ঘুরতে যাওয়ার প্ল‍্যান। ঘুরতে গেলেই থাকতে হবে হোটেলে বা গেস্ট হাউসে। তবে কেবল ঘুরতে যাওয়া নয়, অফিসের কাজই হোক বা অন‍্য কোনও প্রয়োজন, বিভিন্ন কারণে হোটেলে কমবেশি সবাইকেই থাকতে হয়েছে।
advertisement
2/11
হোটেল মানেই অজানা, অচেনা এক ঘরে রাত কাটানো। তাই হোটেলের থাকার ক্ষেত্রে নিরাপত্তার বিভিন্ন বিষয়ে খেয়াল রাখা অত‍্যন্ত জরুরী।
হোটেল মানেই অজানা, অচেনা এক ঘরে রাত কাটানো। তাই হোটেলের থাকার ক্ষেত্রে নিরাপত্তার বিভিন্ন বিষয়ে খেয়াল রাখা অত‍্যন্ত জরুরী।
advertisement
3/11
হোটেলের রুম বুক করার সময় থেকেই মনে ধোঁয়াশা তৈরি হয়। অচেনা জায়গায় সবকিছু ঠিকঠাক হবে তো? কোথাও লুকানো ক‍্যামেরা রাখা নেই তো?
হোটেলের রুম বুক করার সময় থেকেই মনে ধোঁয়াশা তৈরি হয়। অচেনা জায়গায় সবকিছু ঠিকঠাক হবে তো? কোথাও লুকানো ক‍্যামেরা রাখা নেই তো?
advertisement
4/11
অনেক সময়ই এ ধরণের সমস‍্যায় পড়তে হয়েছে বহুজনকে। হোটেলের ঘরে লাগানো ক‍্যামেরা নিয়ে অস্বস্তিতে পড়েছেন বহুজনেই। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই ধরণের সমস‍্যায় প্রচুর জনেই পড়েছেন।
অনেক সময়ই এ ধরণের সমস‍্যায় পড়তে হয়েছে বহুজনকে। হোটেলের ঘরে লাগানো ক‍্যামেরা নিয়ে অস্বস্তিতে পড়েছেন বহুজনেই। বিশেষত মহিলাদের ক্ষেত্রে এই ধরণের সমস‍্যায় প্রচুর জনেই পড়েছেন।
advertisement
5/11
অসাবধানতার কারণে হোটেলে থাকার ক্ষেত্রে বড় সমস‍্যা হতে পারে। তবে কয়েকটি ছোট্ট হ‍্যাক মনে রাখলে হোটেলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস‍্যায় পড়তে হবে না গ্রাহকদের। সেরকমই একটি হ‍্যাক হল আলো জ্বালানো।
অসাবধানতার কারণে হোটেলে থাকার ক্ষেত্রে বড় সমস‍্যা হতে পারে। তবে কয়েকটি ছোট্ট হ‍্যাক মনে রাখলে হোটেলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস‍্যায় পড়তে হবে না গ্রাহকদের। সেরকমই একটি হ‍্যাক হল আলো জ্বালানো।
advertisement
6/11
হোটেলের ঘরে ঢুকে প্রথমেই বেশিরভাগ ঘরের স‍্যুইচ টিপে আলো জ্বালিয়ে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ভুল! হোটেলের ঘরে ঢুকে প্রথমে একেবারেই জ্বালানো উচিত নয় আলো। কিন্তু কেন?
হোটেলের ঘরে ঢুকে প্রথমেই বেশিরভাগ ঘরের স‍্যুইচ টিপে আলো জ্বালিয়ে দেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি বড় ভুল! হোটেলের ঘরে ঢুকে প্রথমে একেবারেই জ্বালানো উচিত নয় আলো। কিন্তু কেন?
advertisement
7/11
বিশেষজ্ঞরা বলছেন হোটেলের ঘরে ঢুকে আলো জ্বালানোর অভ‍্যাসের কারণে সমস‍্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। এমনকী রাতে বিরাট অসুবিধায় পড়তে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন হোটেলের ঘরে ঢুকে আলো জ্বালানোর অভ‍্যাসের কারণে সমস‍্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। এমনকী রাতে বিরাট অসুবিধায় পড়তে পারেন।
advertisement
8/11
হোটেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাইট জ্বালানোর পরিবর্তে সবার আগে রুমের কয়েকটি জিনিস পরীক্ষা করা উচিত। এবং সেই পরীক্ষা অন্ধকারেই করা উচিত। হোটেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কাজ করা হেলি হোয়াইটিং। তিনিই গ্রাহকদের সতর্ক করলেন এই বিষয়ে।
হোটেলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাইট জ্বালানোর পরিবর্তে সবার আগে রুমের কয়েকটি জিনিস পরীক্ষা করা উচিত। এবং সেই পরীক্ষা অন্ধকারেই করা উচিত। হোটেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কাজ করা হেলি হোয়াইটিং। তিনিই গ্রাহকদের সতর্ক করলেন এই বিষয়ে।
advertisement
9/11
তিনি জানালেন হোটেল যতই নামী দামী হোক না কেন, একটি সমস‍্যা থাকতেই পারে। তা হল ছারপোকার সমস‍্যা। বেডবাগস্ প্রচুর হোটেলের খাটে তলায় লুকিয়ে থাকে। রাতে ঘুমের মধ‍্যে ছারপোকার কামড় খেতে হতে পারে। মানুষের রক্ত চুষে খায় ছারপোকা।
তিনি জানালেন হোটেল যতই নামী দামী হোক না কেন, একটি সমস‍্যা থাকতেই পারে। তা হল ছারপোকার সমস‍্যা। বেডবাগস্ প্রচুর হোটেলের খাটে তলায় লুকিয়ে থাকে। রাতে ঘুমের মধ‍্যে ছারপোকার কামড় খেতে হতে পারে। মানুষের রক্ত চুষে খায় ছারপোকা।
advertisement
10/11
লাইট জ্বেলে ছারপোকা খোঁজা সহজ নয়। তাই হোটেলের খাট ব‍্যবহারের আগে আলো বন্ধ থাকা অবস্থাতেই খুঁজে দেখুন ছারপোকা রয়েছে কিনা। রুম এ প্রবেশ করেন তখন সবথেকে আগে লাইট বন্ধ করে বিছানা এবং গদির সেলাই এর জায়গাগুলো মন দিয়ে দেখার পরামর্শ দিলেন হেলি হোয়াইটিং।
লাইট জ্বেলে ছারপোকা খোঁজা সহজ নয়। তাই হোটেলের খাট ব‍্যবহারের আগে আলো বন্ধ থাকা অবস্থাতেই খুঁজে দেখুন ছারপোকা রয়েছে কিনা। রুম এ প্রবেশ করেন তখন সবথেকে আগে লাইট বন্ধ করে বিছানা এবং গদির সেলাই এর জায়গাগুলো মন দিয়ে দেখার পরামর্শ দিলেন হেলি হোয়াইটিং।
advertisement
11/11
তিনি আরও জানালেন হোটেলের ঘরে ছারপোকা খুঁজে পেলে তত্‍ক্ষণাত্‍ ছবি তুলে নিন। সব ডিটেল নোট করুন- যেমন চেক-ইন এর সময়, রুম নম্বর এবং সমস্যার প্রমাণ। এর পর এই তথ্য সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট বা রিসেপশনে জানান।
তিনি আরও জানালেন হোটেলের ঘরে ছারপোকা খুঁজে পেলে তত্‍ক্ষণাত্‍ ছবি তুলে নিন। সব ডিটেল নোট করুন- যেমন চেক-ইন এর সময়, রুম নম্বর এবং সমস্যার প্রমাণ। এর পর এই তথ্য সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট বা রিসেপশনে জানান।
advertisement
advertisement
advertisement