TRENDING:

কুড়মি জনজাতির 'রেল রোকো' অভিযান! আদিবাসী আন্দোলনের প্রভাব নেই ঝাড়গ্রামে! স্বাভাবিক বাস, ট্রেন

Last Updated:

Jhargram Kurmi Community: কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে শনিবার ঝাড়গ্রামের বিভিন্ন রেল স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করার কথা। কিন্ত শুক্রবার থেকেই জঙ্গলমহলের চার জেলায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে এসেছে স্পেশাল ফোর্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: হাইকোর্টের নির্দেশের পর ঝাড়গ্রামে শনিবার আদিবাসী কুড়মি সমাজের প্রস্তাবিত ‘রেল টেকা’ ও ‘ডহর ছোঁকা’ কর্মসূচি কতটা সফল হবে সন্দেহ ছিল। প্রভাব সেভাবে পড়েনি ঝাড়গ্রামে। সকাল থেকে বাস ও ট্রেন পরিষেবা স্বাভাবিক। এ দিকে, আন্দোলন চললেও বাসিন্দাদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় এ দিন থেকেই কড়াকড়ি শুরু করেছে পুলিশ। কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্ত করার দাবিতে শনিবার জেলার বিভিন্ন রেল স্টেশনে অবরোধ কর্মসূচি পালন করার কথা। কিন্ত শুক্রবার থেকেই জঙ্গলমহলের চার জেলায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে এসেছে স্পেশাল ফোর্স।
কুড়মি জনজাতির 'রেল টেকা' ও 'ডহর ছোঁকা' কর্মসূচির প্রভাব নেই ঝাড়গ্রামে
কুড়মি জনজাতির 'রেল টেকা' ও 'ডহর ছোঁকা' কর্মসূচির প্রভাব নেই ঝাড়গ্রামে
advertisement

দক্ষিণ-পূর্ব রেলের ঝাড়গ্রাম খড়গপুর রেললাইনের খেমাশুলিতে শুয়ে পড়ে রেল চলাচল সম্পূর্ণ আটকে দেন আন্দোলনকারীরা। ফলে বাতিল হয় বহু ট্রেন। শুধু রেললাইন নয়, ৫ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। রেল পরিষেবার পাশাপাশি সড়কপথও বন্ধ থাকায় একের পর এক বাস, ট্রাক, লরি, গাড়ি দাঁড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ পুরুষ দেহে নারী সত্ত্বা! হাজারো প্রতিবন্ধকতার সঙ্গে লড়ে আজ সফল ব্যবসায়ী, রূপান্তরকামী সোনাই রূপটানে পারদর্শী

advertisement

বিগত দিন গুলির কথা মাথায় রেখেই আগাম মহড়াও চালায় রেল পুলিশ। আদিবাসী কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় মাহাতো বলেন, ‘ঝাড়খন্ডে আমাদের আন্দোলন পুরোপুরি সফল, পশ্চিমবঙ্গে আংশিক সফল। পুলিশ এবং প্রশাসন আমাদের হেনস্থা করছে এবং অন্যায়ভাবে আটক করছে। প্রত্যেকেরই আন্দোলন করার নিজস্ব স্বাধীনতা রয়েছে। আমরা আমাদের জাতিসত্ত্বা নিয়ে আন্দোলন করছি। আমরা হাইকোর্টকে মেনেই এ আন্দোলন করছি’।

advertisement

View More

কুড়মি জনজাতির ‘রেল টেকা’ ও ‘ডহর ছোঁকা’ কর্মসূচির প্রভাব নেই ঝাড়গ্রামে

আরও পড়ুনঃ খুনের বদলা খুন! বাসুদেবপুর থানা এলাকায় কালভার্টের নিচ থেকে উদ্ধার পচাগলা দেহ! বিস্ফোরক প্রাক্তন সাংসদ অর্জুন সিং

advertisement

ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, ‘ঝাড়গ্রামে বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক। এখনও পর্যন্ত কোনও সমস্যা তৈরি হয়নি। রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। জঙ্গলমহলের বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার বর্ডার সংলগ্ন এলাকায় বসানো হয়েছে নাকা পয়েন্ট। বাঁকুড়া থেকে ঝাড়গ্রামে যারা আসছেন তাদের চেকিংও করা হচ্ছে, যাতে হাইকোর্টের নির্দেশ কেউ লঙ্ঘন কেউ না করেন’।

advertisement

ঝাড়গ্রামের বাসিন্দা রাজীব নামাতা বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় বেসরকারি বাসের তুলনায় সরকারি বাসের সংখ্যা একটু বেশি’। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। স্বাভাবিক ভাবেই বাজারে লোক জনের সংখ্যা একটু বেশি হওয়ার কথা। কিন্ত অন্যান্য দিনের তুলনায় পথে সাধারণ মানুষের ঢলও কম। ঝাড়গ্রামের বিনপুরের এক দোকানদার রঞ্জিত মাহাতো বলেন, ‘আজ গাড়িঘোড়া রাস্তায় তুলনামূলক কম চলছে। লোকজনও সেভাবে আসেনি তাই বিক্রি বাটাও কম’।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুড়মি জনজাতির 'রেল রোকো' অভিযান! আদিবাসী আন্দোলনের প্রভাব নেই ঝাড়গ্রামে! স্বাভাবিক বাস, ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল