এই অনন্য প্রদীপ ও মোমবাতিগুলি এখন শহরবাসীর নতুন পছন্দের তালিকায়। দীপাবলির আগে এই বিশেষ পরিবেশবান্ধব মোমবাতিগুলি কিনতে রঘুনাথপুর শহরের নতুন বাজারের দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। দীপাবলীতে সবাই চাইছেন নিজেদের ঘর আলোয় আর সুবাসে ভরিয়ে তুলতে এই বিশেষ মোমবাতিগুলির ছোঁয়ায়।
আরও পড়ুন : মহাকালীর মহারূপ! ৪০ ফুট উচ্চতাও এবার অতীত, ভক্তদের সামনে এবার হাজির ৫১ ফুটের কালী, এখন থেকেই ভিড়
advertisement
ব্যবসায়ী দেবরঞ্জন হালদার বলেন, আমার দোকানে যত ধরনের মোমবাতি রয়েছে, সবগুলিই পরিবেশবান্ধব মোমবাতি। যার মধ্যে সাধারণ মোমবাতির পাশাপাশি প্রায় ১০ রকমের নতুনত্ব মোমবাতি নিয়ে এসেছি দোকানে। যেগুলির দাম খুবই সাধ্যের মধ্যে। রঘুনাথপুর শহরে এবারই প্রথম এত ধরনের পরিবেশবান্ধব মোমবাতির আগমন হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজারে আসার পর থেকেই এর বিপুল চাহিদা দেখা দিয়েছে। সাধারণ মোমবাতির বদলে এখন শহরবাসীর পছন্দের তালিকার শীর্ষে এই পরিবেশবান্ধব মোমবাতিগুলিই। পাশাপাশি তেল সাশ্রয়ী জল মোমবাতির চাহিদাও তুঙ্গে। সব মিলিয়ে এবারের দীপাবলিতে রঘুনাথপুর শহর আলোকিত হতে চলেছে শুধু আলোয় নয়, পরিবেশবান্ধবতার আলোয়ও।