TRENDING:

ভিনদেশীর ভায়োলিনে কবিগুরুর গান! এক সুতোয় বাঁধা পড়ল ভারত-আমেরিকা, মন ভাল করা বৈঠকী আড্ডা দেখুন

Last Updated:

Rabindra Sangeet: বেলদার বিশিষ্ট লেখক ও অনুগল্পকার অসিতবরণ বেরার সঙ্গে মিসিসিপির জর্জ ট্রুয়েটের বন্ধুত্বের শুরু ১৯৬৬ সালে। দুই পরিবারের বন্ধুত্বের প্রায় ৬০ বছর হয়ে গিয়েছে। এবার বৈঠকী আড্ডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে যেন মিলে গেল দুই দেশ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ নাম জর্জ ট্রুয়েট, বাড়ি উত্তর আমেরিকা। দুর্দান্ত ভায়োলিন বাজান তিনি। সেই সঙ্গেই বাংলার প্রতি রয়েছে অগাধ ভালবাসা। ভিনদেশী হলেও আধো আধো বাংলা বলেন। এবার ভারতে এসে বাংলার মাটিতে বাংলার বন্ধুদের সঙ্গে আড্ডায় ভায়োলিন বাজালেন জর্জ। দুই দেশের মানুষ। মাঝের কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব। তবে মিল রয়েছে আবেগ, সংস্কৃতি চর্চা ও ভালোবাসার। পুজোর মরশুমে তাই দুই দেশের সংস্কৃতি প্রিয় মানুষদের এক বৈঠকী আড্ডায় দেখা গেল মন ভাল করা ছবি।
advertisement

দুই ভূখণ্ডের দুই আলাদা মহাদেশ। ভূগোলের রেখায় দূরত্বের ব্যবধান প্রায় ১৪ হাজার কিলোমিটার। এশিয়া মহাদেশের ভারতবর্ষ উপমহাদেশের পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকা বেলদা। অন্যদিকে উত্তর আমেরিকার নদীবেষ্টিত নগরী মিসিসিপি। এবার এই দুই জায়গাই সংস্কৃতি চর্চায় মিলে গেল।

আরও পড়ুনঃ উৎসবের মরশুমে চাকরিহারা! একধাক্কায় কর্মহীন ‘এই’ দফতরের একাধিক কর্মী, মাথায় হাত পরিবারের

advertisement

বেলদার বিশিষ্ট লেখক ও অনুগল্পকার অসিতবরণ বেরার সঙ্গে মিসিসিপির জর্জ ট্রুয়েটের বন্ধুত্বের শুরু ১৯৬৬ সালে। দুই পরিবারের বন্ধুত্বের প্রায় ৬০ বছর হয়ে গিয়েছে। এমনই বন্ধুত্বের সাধকদের নিয়ে বেলদায় ছোট্ট এক আন্তরিক ঘরোয়া আড্ডা হল। এই বৈঠকীতে রোমাঞ্চকর অভিজ্ঞতার সঙ্গে ভায়োলিনের দুর্দান্ত উপস্থাপনা করলেন মিস্টার হ্যেল এবং জর্জ ট্রুয়েট।

বেলদার শুশিন্দাতে আয়োজিত এই আড্ডায় অসিতবরণ বেরা এবং জর্জ ট্রুয়েটের আবেগ মোথিত গলায় রোমাঞ্চকর সব কাহিনী উঠে এল। পুরো আড্ডাকে সুরললিত করে তোলেন দুই অবসরপ্রাপ্ত শিক্ষক মিসিসিপির মিস্টার হ্যেল এবং বেলদার অঞ্জনকুমার চন্দ্র। তাও আবার বেহালার সুরের মূর্চ্ছনায়। বেহালার সুরে ফুটে ওঠে ‘পুরনো সেই দিনের কথা’ গানের কলি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বৈঠকী আড্ডায় উপস্থিত ছিলেন শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, কবি পরেশ বেরা, প্রধান শিক্ষক অরবিন্দ দাস, কবি গুরুপ্রসাদ রানা, ফটিক বেরা সহ অন্যান্যরা। শুরুতে দুই ভিন্ন মহাদেশের দুই বেহালা বাদক একই সঙ্গে কবিগুরুর গান ‘পুরনো সেই দিনের কথা’র সুর তোলেন। এরপর কথা ও সুরের জাদুতে আরও প্রাণস্পর্শী হয়ে ওঠে শরতের বিকেলের এই ঘরোয়া আড্ডা।ভাষা আলাদা, সংস্কৃতি-পরম্পরা আলাদা, বিশ্বের দুই প্রান্তের মানুষদের যেন এক সুতোয় বেঁধে দিল কবিগুরুর গান। সাক্ষী রইল সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভিনদেশীর ভায়োলিনে কবিগুরুর গান! এক সুতোয় বাঁধা পড়ল ভারত-আমেরিকা, মন ভাল করা বৈঠকী আড্ডা দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল