তাতে সকাল, বিকাল জল ভরে দিচ্ছেন বনকর্মীরা। সেই জলে মুখ ডুবিয়ে স্বস্তি পেয়ে কোথাও যেন লম্বা পথে পাড়ি জমাচ্ছে নাম না জানা সব পাখির দল। ঝালদা রেঞ্জের খামার ও কলমা বিট অফিসে মাটির পাত্রে বনকর্মীদের জল দেওয়া রীতিমতো নজর কেড়েছে।
আরও পড়ুন – Thunderstrike: ভাইপো ও মেয়েকে নিয়ে শুয়েছিলেন বাবা, তারপর ঘটে গেল চরম সর্বনাশ
advertisement
এ বিষয়ে ঝালদা রেঞ্জ অফিসার অপূর্ব মহন্তী বলেন , ঝালদা রেঞ্জ অফিস, বিট অফিস, নার্সারি ছাড়াও এলাকার কয়েকটি স্কুল ও বিডিও অফিসের পাশাপাশি পাখিদের আনাগোনা রয়েছে এরকম আরও কিছু জায়গা চিহ্নিত করে গাছে-গাছে জলের পাত্র বসানো হয়েছে। সেই সমস্ত পাত্রে জল পাখিরা গ্রীষ্মের দিনে পান করতে পারবে। প্রয়োজনে পরবর্তীতে পাত্রের সংখ্যা আরও বাড়ানো হবে।
এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, বনদফতর পাখিদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো একটি উদ্যোগ। বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
গ্রীষ্মের প্রখর দাবদাহে অবলা বন্যপ্রাণদের খুবই কষ্টের মধ্যে থাকতে হয়। সামান্য জলের কারণে অনেক সময়ই প্রাণ হারায় পাখিরা। সেই কথা চিন্তা করেই করেই বনদফরের এহেন পদক্ষেপ।
Sharmistha Banerjee