Thunderstrike: ভাইপো ও মেয়েকে নিয়ে শুয়েছিলেন বাবা, তারপর ঘটে গেল চরম সর্বনাশ

Last Updated:
Thunderstrike: বাড়ির মধ্যেই বজ্রপাতে মৃত্যু কিশোরীর, আহত কিশোরীর বাবা,মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায়
1/4
বাঁকুড়া: প্রবল ঝড়বৃষ্টির মধ্যে বাবা ও এক সম্পর্কিত ভাই এর সঙ্গে খাটে শুয়েছিল কিশোরী। আচমকাই বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল সেই কিশোরীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার পচাপাথর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়া গড়াই। ঘটনায় আহত হয়েছেন মৃতার বাবা প্রশান্ত গড়াই। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলিনী মেডিকেল কলেজে পাঠায়। Photo- Representative (AI) 
বাঁকুড়া: প্রবল ঝড়বৃষ্টির মধ্যে বাবা ও এক সম্পর্কিত ভাই এর সঙ্গে খাটে শুয়েছিল কিশোরী। আচমকাই বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু হল সেই কিশোরীর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানার পচাপাথর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়া গড়াই। ঘটনায় আহত হয়েছেন মৃতার বাবা প্রশান্ত গড়াই। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলিনী মেডিকেল কলেজে পাঠায়। Photo- Representative (AI)
advertisement
2/4
স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় টেম্পো চালক প্রশান্ত গড়াই নিজের পরিবার নিয়ে থাকতেন পচাপাথর গ্রামের এজবেস্টাসের বাড়িতে। বারবার পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতিও মিলেছিল। কিন্তু আবাস যোজনার তালিকায় ঠাঁই পাননি প্রশান্ত গড়াই। সোমবার রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে নিজের একচিলতে এজবেস্টাসের বাড়িতেই এক ছেলে, এক মেয়ে, আত্মীয় এক ভাইপো ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নেন প্রশান্ত গড়াই। বাড়ির বিছানায় মেয়ে ও ভাইপোকে নিয়ে শুয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে পেশায় টেম্পো চালক প্রশান্ত গড়াই নিজের পরিবার নিয়ে থাকতেন পচাপাথর গ্রামের এজবেস্টাসের বাড়িতে। বারবার পাকা বাড়ির জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। প্রতিশ্রুতিও মিলেছিল। কিন্তু আবাস যোজনার তালিকায় ঠাঁই পাননি প্রশান্ত গড়াই। সোমবার রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলে নিজের একচিলতে এজবেস্টাসের বাড়িতেই এক ছেলে, এক মেয়ে, আত্মীয় এক ভাইপো ও স্ত্রীকে নিয়ে আশ্রয় নেন প্রশান্ত গড়াই। বাড়ির বিছানায় মেয়ে ও ভাইপোকে নিয়ে শুয়েছিলেন তিনি।
advertisement
3/4
আচমকাই প্রবল বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। এজবেস্টাসের ছাদ ফেটে চৌচির হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে যাওয়ার প্রাথমিক ঘোর কাটতেই দেখেন তাঁর পাশে শুয়ে থাকা মেয়ে প্রিয়া গড়াইয়ের শরীর নিথর হয়ে গেছে।
আচমকাই প্রবল বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। এজবেস্টাসের ছাদ ফেটে চৌচির হয়ে যায়। বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে যাওয়ার প্রাথমিক ঘোর কাটতেই দেখেন তাঁর পাশে শুয়ে থাকা মেয়ে প্রিয়া গড়াইয়ের শরীর নিথর হয়ে গেছে।
advertisement
4/4
দ্রুত গাড়ি ডেকে মেয়েকে নিয়ে খাতড়া মহকুমা হাসপাতালে হাজির হলে চিকিৎসকরা প্রিয়া গড়াইকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা সহ আত্মীয়দের দাবি পাকা বাড়ি থাকলে এভাবে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হত না বছর বারোর প্রিয়া গরাইকে।
দ্রুত গাড়ি ডেকে মেয়েকে নিয়ে খাতড়া মহকুমা হাসপাতালে হাজির হলে চিকিৎসকরা প্রিয়া গড়াইকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা সহ আত্মীয়দের দাবি পাকা বাড়ি থাকলে এভাবে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হত না বছর বারোর প্রিয়া গরাইকে।
advertisement
advertisement
advertisement