TRENDING:

Putul Durga : সারাবছর হোক দেবীদর্শন, ঠাকুরঘরে নিয়ে আসুন 'পুতুল দুর্গা'! ঠিকানা জেনে আজই দিন অর্ডার

Last Updated:

Putul Durga : ছোট আকৃতির পুতুল দুর্গা প্রতিমা। ঠাকুরঘরে পুজো করার উপযোগী পুতুল দুর্গা প্রতিমা বেশ জনপ্রিয়তা পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসত, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায় : হাতে আর মাত্র কয়েকদিন। তাই বারাসতের মহিলা শিল্পী মোনালিসা বিশ্বাসের এখন চরম ব্যস্ততা। এবার তিনি তৈরি করছেন বেশ কয়েকটি ছোট আকৃতির পুতুল দুর্গা প্রতিমা। কারণ, তাঁর কাছে এসেছে বেশ কয়েকটি ছোট আকৃতির এই দুর্গা প্রতিমার অর্ডার। ফ্ল্যাট বা ঠাকুরঘরে পুজো করার উপযোগী এই ধরনের পুতুল দুর্গা প্রতিমা বেশ জনপ্রিয়তা পেয়েছে গত কয়েক বছরে।
advertisement

মহিলা শিল্পীর হাতের কাজ দেখে তাই এখন বহু ক্রেতাই নিজেদের বাড়ি বা ঠাকুর ঘরে পুজোর জন্য দুর্গা প্রতিমা তৈরির বরাত দিয়েছেন এই মহিলা শিল্পীর কাছে। মাটির বদলে, বিশেষ সুপার ক্লে ব্যবহার করেই মোনালিসা দিচ্ছেন এই প্রতিমাগুলির রূপ। শুধু পুজো নয়, ঘর সাজানোর উদ্দেশেও অনেকেই কিনছেন তাঁর প্রতিমা। ইতিমধ্যেই তাঁর তৈরি এই দুর্গা প্রতিমা ও অন্যান্য মূর্তি জেলা, রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তেও পৌঁছে গিয়েছে।

advertisement

আরও পড়ুন : ‘বাঁশ’ নিয়ে বাঙালির হাসি মশকরার শেষ নেই! তবু আজ বিশ্ব বাঁশ দিবস, জানুন এই বিশেষ দিনের গুরুত্ব 

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর কন্যা মোনালিসা ছোটবেলা থেকেই আঁকা ও হাতের কাজের প্রতি বিশেষ অনুরাগী। মা গৃহিণী। তবে মেয়েকে সবসময়  নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহ জুগিয়েছেন। প্রায় সাত-আট বছর আগে থেকে তিনি এই শিল্পকে পেশা হিসেবে গড়ে তোলার পথে নামেন। নিজের বাড়ির একটি ঘরকে তিনি সাজিয়েছেন শিল্পকলা স্টুডিও হিসেবে। সেখানেই তৈরি হচ্ছে মা দুর্গা, গণেশ, জগন্নাথসহ নানা ধরনের ছোট মূর্তি। প্রতিটি প্রতিমার দাম দেড় থেকে দু’হাজার টাকার মধ্যে।

advertisement

View More

আরও পড়ুন : চোখে আলো নেই, তবু মনে উৎসবের আনন্দ! ব্লাইন্ড স্কুলে খুশির আতশবাজি! কারা করল আয়োজন

এবছর প্রায় ছ’টি দুর্গা প্রতিমা তিনি তৈরি করেছেন। যা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও পাঠানো হবে। এদিন তাঁকে দেখা যায় শিলিগুড়ির এক ক্রেতার অর্ডার অনুযায়ী প্রতিমা তৈরি করতে। শিল্পী মোনালিসা জানান, শুধু প্রতিমা নয়, বিভিন্ন স্কুলের প্রোজেক্ট ও হাতের কাজের অলংকার তৈরিতেও দক্ষ তিনি। আগামী দিনে তিনি চান, এই শিল্পকে আরও বড় করে তুলতে। এমনকি হাতের কাজের একটি স্কুল খোলার স্বপ্ন রয়েছে বারাসাতের এই মহিলা শিল্পীর।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নিজের শিল্পীসত্ত্বার জোরেই আজ অনেকটা স্বাবলম্বী হয়ে উঠেছেন মোনালিসা। সোশ্যাল মিডিয়াতেও তার এই ছোট পুতুল দুর্গা প্রতিমা বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলে এবার বারাসাতের এই মহিলা শিল্পীর হাতে তৈরি ছোট দুর্গা প্রতিমায় হবে দেবী বন্দনা। আর তার এই শিল্প সৃষ্টির মধ্যে দিয়েই বারাসতের নাম বিস্তর পরিসরে ছড়িয়ে পড়ছে। যা এলাকার মানুষদের কাছেও গর্বের বিষয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Putul Durga : সারাবছর হোক দেবীদর্শন, ঠাকুরঘরে নিয়ে আসুন 'পুতুল দুর্গা'! ঠিকানা জেনে আজই দিন অর্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল