সীমিত সুযোগ আর অপ্রতুল পরিকাঠামোর মধ্যেও নির্মল নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন নিরন্তর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য মনোবলকে সঙ্গী করে। একের পর এক ম্যারাথনে অংশ নিয়ে তিনি ছড়িয়েছেন নিজের প্রতিভার দ্যুতি, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন নিজের নাম।
advertisement
সম্প্রতি দার্জিলিংয়ে কালিম্পং জেলা পুলিশ দ্বারা আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে তিনি আবারও উজ্জ্বল করলেন পুরুলিয়ার নাম। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত অসংখ্য প্রতিযোগিতায় তিনি সাফল্যের ছাপ রেখেছেন, কোথাও জিতেছেন সোনা, কোথাও রুপো। প্রতিটি জয়ের পিছনে লুকিয়ে আছে তাঁর অদম্য অধ্যবসায়, অক্লান্ত পরিশ্রম আর নিজের সীমা ভাঙার এক অনবদ্য কাহিনি।
আরও পড়ুনঃ ‘সোনা’র ছেলে বারিন, বাংলার গর্ব, সমস্ত প্রতিকূলতা টোপকে জোড়া সোনা জয়, শুভেচ্ছা মন্ত্রী ভূঁইয়ার
নির্মল মাহাতো
উল্লেখ্য, কলকাতায় অনুষ্ঠিত হওয়া এক ম্যারাথনে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের হাত থেকেও পুরস্কার গ্রহণ করেছিলেন। সেই মুহূর্ত আজও নির্মলের জীবনের অন্যতম অনুপ্রেরণা হয়ে আছে। যা প্রতিদিনের পরিশ্রমে আজও যেন নতুন উদ্যম যোগায় নির্মলকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নির্মল মাহাতো আজ শুধু পুরুলিয়ার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতের এক উজ্জ্বল প্রতীক। নির্মল মাহাতোর লড়াই যেন প্রমাণ করে, সত্যিকারের স্বপ্ন আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনও প্রতিকূলতাই সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।





