গত ১১ এবং ১২ অক্টোবর উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ঘোষবাড়িতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে পুরুলিয়া থেকে মোট ৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৬ জন সোনা এবং ৩ জন রুপোর মেডেল নিয়ে বাড়ি ফেরেন। তাঁরা ফিরতেই তাঁদের নিয়ে আনন্দে মেতে ওঠেন পুরুলিয়াবাসী। বিজয়ীদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়।
advertisement
এই বিষয়ে কোচ মহারাজ সিং সর্দার বলেন, অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগী দুর্দান্ত সফলতা পেয়েছে। পুরুলিয়ার মাটি বরাবরই যোদ্ধাদের মাটি। এখানকার মানুষ হার মানতে জানে না। সুযোগ পেলে তাই বরাবর নিজেদের প্রমাণ করতে পারে। আগামীদিনেও তাঁরা এইভাবেই জেলার নাম উজ্জ্বল করবেন।
এই প্রতিযোগিতায় পুরুলিয়ার ৯ জন প্রতিযোগী দুর্দান্ত সফলতা অর্জন করেছেন। ৪২ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন প্রিতম খান, ৫৪ কেজি ক্যাটাগরিতে নকুল মাহাতো, ৫৭ কেজি ক্যাটাগরিতে সৌহার্দ্য মাঝি, ৬৩ কেজি ক্যাটাগরিতে অনিন্দ্য ঘোষ, ৬৬ কেজি ক্যাটাগরিতে প্রকাশ মাহাতো ও ৭৮ কেজি ক্যাটাগরিতে অয়ন বিশ্বাস সোনা পেয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে, ৪৫ কেজি ক্যাটাগরিতে রুপো জিতেছেন রাহুল সিং সর্দার, ৭২ কেজি ক্যাটাগরিতে সায়ন্তন মন্ডল, ৭৫ কেজি ক্যাটাগরিতে হিমাদ্রি মন্ডল রুপো পেয়েছেন। প্রতিযোগীদের এই দুর্দান্ত সাফল্যে গর্বিত পুরুলিয়াবাসী।