পুরুলিয়ার ওই বৃদ্ধা জানিয়েছেন, নতুন করে এই এলাকায় রাস্তা তৈরি হওয়ার পরেই জল জমতে শুরু করেছে। সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। এবার এই অতিবৃষ্টির কারণে তার বাড়ি ভেঙে গিয়েছে। এতে তিনি অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন। এই বাড়িতে তিনি একাই থাকেন। কোনরকমে সংসার চালান তিনি। তাকে দেখার সেইরকম কেউ নেই। তাই প্রশাসন যদি তার থাকার ব্যবস্থা করে তাহলে তিনি খুবই উপকৃত হন। স্থানীয়দের অভিযোগ, জল নিকাশির ড্রেন না থাকায় এবং পিডব্লিউডি-র অপরিকল্পিত কাজের জন্যই এই অবস্থা হয়েছে। শুধু একটা বাড়ি নয়, জল ঢোকার কারণে গ্রামের একাধিক বাড়ি ভাঙতে শুরু করেছে। তারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন।
advertisement
এ বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ওই বৃদ্ধার পাশে যতটা দাঁড়ানো সম্ভব আমরা সবটাই করেছি। আমরা চেষ্টা করছি ওই বৃদ্ধাকে সমস্ত দিক থেকেই সহযোগিতা করার। ওই এলাকায় জল জমতে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে পিডব্লিউডি-র সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রবল বৃষ্টির কারণে জেলার বিভিন্ন জায়গাতেই জল জমতে শুরু করেছে। সমস্যার মধ্যে রয়েছে বহু মানুষ। সমস্যায় পড়েছেন বাঘাডি গ্রামের এই বৃদ্ধাও। তার সমস্যার কবে সমাধান হবে সেই অপেক্ষাতেই রয়েছেন তিনি।
শর্মিষ্ঠা ব্যানার্জি