TRENDING:

Purulia News: অতিবৃষ্টিতে শেষ সম্বলের বেহাল দশা! বাড়ির একাংশ হারিয়ে দিশেহারা বৃদ্ধা, সাহায্যের করুণ আকুতি

Last Updated:

Purulia News: নিম্নচাপের বৃষ্টিতে ভেঙে পড়েছে বাড়ির একাংশ, যে বাড়িটিই ওই বৃদ্ধার শেষ সম্বল। খুব অসহায় অবস্থায় কাটাচ্ছেন তিনি। জানিয়েছেন সাহায্যের আবেদন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: নিম্নচাপের জেরে সমস্যার মধ্যে পড়েছে লাল মাটির জেলা পুরুলিয়ার বহু মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেই ছিল। শহর থেকে গ্রাম জলমগ্ন চারিদিক। ‌এরই মধ্যে এক করুণ দৃশ্য লক্ষ্য করা গেল বলরামপুর ব্লকের বাঘাডি গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা আনুমানিক ৬৫ বছর বয়সি বৃদ্ধা সন্ধ্যা কুমার। অভাব অনটন তার নিত্যদিনের সঙ্গী। কোন রকমের সংসার চলে তার। তার সম্বল বলতে ছিল মাটির একটি বাড়ি। কিন্তু নিম্নচাপের জেরে ওই বাড়ির মাটির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। তাতেই বিপাকে পড়েছেন ওই বৃদ্ধা। তার বাড়ির ভেতর বৃষ্টির জল প্রবেশ করে গিয়েছে। রান্না, খাওয়া-দাওয়া একপ্রকার প্রায় বন্ধ। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন তিনি।
advertisement

পুরুলিয়ার ওই বৃদ্ধা জানিয়েছেন, নতুন করে এই এলাকায় রাস্তা তৈরি হওয়ার পরেই জল জমতে শুরু করেছে। সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। এবার এই অতিবৃষ্টির কারণে তার বাড়ি ভেঙে গিয়েছে। এতে তিনি অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন। এই বাড়িতে তিনি একাই থাকেন। কোনরকমে সংসার চালান তিনি। তাকে দেখার সেইরকম কেউ নেই। তাই প্রশাসন যদি তার থাকার ব্যবস্থা করে তাহলে তিনি খুবই উপকৃত হন। ‌ স্থানীয়দের অভিযোগ, জল নিকাশির ড্রেন না থাকায় এবং পিডব্লিউডি-র অপরিকল্পিত কাজের জন্যই এই অবস্থা হয়েছে। শুধু একটা বাড়ি নয়, জল ঢোকার কারণে গ্রামের একাধিক বাড়ি ভাঙতে শুরু করেছে। তারা খুবই সমস্যার মধ্যে রয়েছেন।

advertisement

আরও পড়ুন: নিম্নচাপের অতিবৃষ্টি! জলের তলায় ঘর-বাড়ি! পুরুলিয়ায় জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, রেলের ঘাড়ে দোষ চাপাল পৌরসভা

এ বিষয়ে বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ওই বৃদ্ধার পাশে যতটা দাঁড়ানো সম্ভব আমরা সবটাই করেছি। আমরা চেষ্টা করছি ওই বৃদ্ধাকে সমস্ত দিক থেকেই সহযোগিতা করার। ‌ওই এলাকায় জল জমতে দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে পিডব্লিউডি-র সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।” ‌

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রবল বৃষ্টির কারণে জেলার বিভিন্ন জায়গাতেই জল জমতে শুরু করেছে। ‌সমস্যার মধ্যে রয়েছে বহু মানুষ। ‌সমস্যায় পড়েছেন বাঘাডি গ্রামের এই বৃদ্ধাও। ‌তার সমস্যার কবে সমাধান হবে সেই অপেক্ষাতেই রয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: অতিবৃষ্টিতে শেষ সম্বলের বেহাল দশা! বাড়ির একাংশ হারিয়ে দিশেহারা বৃদ্ধা, সাহায্যের করুণ আকুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল