Purulia News: নিম্নচাপের অতিবৃষ্টি! জলের তলায় ঘর-বাড়ি! পুরুলিয়ায় জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, রেলের ঘাড়ে দোষ চাপাল পৌরসভা

Last Updated:

Purulia News: টানা বর্ষণে জলমগ্ন পুরুলিয়া শহরের একাধিক এলাকা, ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ, কি বলছেন পুরপ্রধান!

+
জলমগ্ন

জলমগ্ন পুরুলিয়ায় পথ অবরোধ স্থানীয়দের

পুরুলিয়া: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে টানা ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণের পুরুলিয়া জেলাতে। ‌মঙ্গলবার রাত থেকেই বৃষ্টির পরিমাণ বেড়েছে জেলায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে সর্বত্র। টানা বর্ষণে জলমগ্ন পুরুলিয়া শহরের অম্বরেশ পল্লী, সাধু ডাঙ্গা সহ একাধিক এলাকা। বৃষ্টির জল বেরোতে পারছে না কোন দিক থেকেই। নিকাশি ব্যবস্থা বন্ধ থাকায় জলমগ্ন হয়ে উঠেছে চারিদিক। বাড়িঘর সবকিছুই জলের তলায়। জল বের করতে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের কর্মীরা। ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ।
পরিস্থিতি বেগতিক দেখে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের উপর অবরোধে সামিল হন বহু মানুষ। তাদের দাবি, বৃষ্টির জলে তাদের বাড়ি প্রায় ডুবে গিয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জলে নষ্ট হয়ে গিয়েছে। ‌ঘরের জিনিসও নষ্ট হয়ে গিয়েছে। এই সমস্ত জিনিসের ক্ষতিপূরণকে দেবে। দ্রুত জল নিকাশির কথা বলেন তারা।
advertisement
advertisement
ঘটনার খবর পাওয়া মাত্রই পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। তিনি বলেন, শহর জুড়ে যে জল জমেছে সে জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই। এই নিকাশি ব্যবস্থা রেলের আন্ডার পাশ দিয়ে গিয়েছে। বর্তমানে যে আন্ডারপাশ রয়েছে তা যথাযথ নয়। ইতিপূর্বে রেল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারে বারে জানানো হয়েছে, যাতে শহরের নিকাশি ব্যবস্থা ঠিক রাখা হয়। কিন্তু তারা সেই নিকাশি ব্যবস্থা ঠিক করেননি। ‌তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অতিবৃষ্টির জেরে সমস্যার মধ্যে পড়েছে শহর পুরুলিয়া একাধিক এলাকার মানুষজন। জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছেন তারা। এই নিকাশি ব্যবস্থা কবে ঠিক হয় সেটাই এখন দেখার বিষয়।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: নিম্নচাপের অতিবৃষ্টি! জলের তলায় ঘর-বাড়ি! পুরুলিয়ায় জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের, রেলের ঘাড়ে দোষ চাপাল পৌরসভা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement