পুরুলিয়া বনবিভাগ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই টেলিস্কোপ লাগানোর ব্যবস্থা করা হয় ঝালদা বনাঞ্চলের। আপাতত প্রতি সপ্তাহের শনি ও রবিবার টেলিস্কোপে রাতের আকাশ দেখানোর পরিকল্পনা নিচ্ছে বনবিভাগ। পরবর্তীতে পর্যটকদের ভিড় বাড়লে টেলিস্কোপের স্লট বুকিংয়েরও পরিকল্পনা রয়েছে বন বিভাগের।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, মূলত পড়ুয়ারা নাইট স্কাই ওয়াচিং থেকে অনেক কিছু শিখতে পারবে। তাদের জন্য ও পর্যটকদের জন্য ঝালদা রেঞ্জে একটি টেলিস্কোপের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে এখানে টেন্ট ফেসিলিটিও শুরু করার পরিকল্পনা রয়েছে। যাতে স্টাডি ক্যাম্প গুলি অনায়াসেই এই এলাকায় হতে পারে।
এতে পড়ুয়ারা খুবই উৎসাহ পাবে। এর পাশাপাশি পর্যটকেরাও এই নাইট স্কাই ওয়াচিংয়ের সুযোগ পাবে। ছুটির দিনগুলো অর্থাৎ শনি ও রবিবার নাইট স্কাই ওয়াচিংয়ের ব্যবস্থা করছে বন বিভাগ।
দক্ষিণবঙ্গের বুকে প্রথমবার জঙ্গলমহলের এই জেলাতে রাতের আকাশ দেখাতে চলেছে বন বিভাগ। ইতিমধ্যেই মাঠা ফরেস্ট রেঞ্জে টেলিস্কোপের আয়োজন করেছিল বন বিভাগ। এবার ঝালদা রেঞ্জেও টেলিস্কোপ বসানো হল। যা পুরুলিয়ার পর্যটন মানচিত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





