TRENDING:

Purulia News: জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার দাপট! নজরকাড়া সাফল্য ২ প্রতিযোগীর, গর্বে বুক ভরছে জেলাবাসীর

Last Updated:

Purulia News: কলকাতায় অনুষ্ঠিত হওয়া 'ন্যাশনাল ওপেন ফুল কনট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’-এ পুরুলিয়া জেলার দুই ক্যারাটে খেলোয়াড় নজরকাড়া সাফল্য অর্জন করল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: কলকাতায় অনুষ্ঠিত হওয়া ‘ন্যাশনাল ওপেন ফুল কনট্যাক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ’-এ পুরুলিয়া জেলার দুই ক্যারাটে খেলোয়াড় নজরকাড়া সাফল্য অর্জন করল। আদ্রার রুদ্রদেব ব্যানার্জী সিনিয়র ব্ল্যাক বেল্ট কাতা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করল। অন্যদিকে আনাড়ার সন্তোষ মিশ্র ফাইট বিভাগে তৃতীয় স্থান দখল করে পুরুলিয়া জেলার মুখ উজ্জ্বল করল।
advertisement

এই প্রতিযোগিতাটি সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা, অসম, মণিপুর, মহারাষ্ট্র, গুজরাট, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৫৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এত বড় পরিসরের প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রমাণ করে রুদ্রদেব ও সন্তোষ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করে।

আরও পড়ুন: আবর্জনাতেই লুকিয়ে আয়ের চাবিকাঠি! অবিশ্বাস্য হলেও করে দেখাচ্ছে প্রতাপপুর পঞ্চায়েত, প্রতিমাসে আসছে হাজার হাজার টাকা

advertisement

View More

উল্লেখ্য, রুদ্রদেব ও সন্তোষ দীর্ঘ সময় ধরে ‘সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি’-তে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের প্রশিক্ষক গোল্ড মেডেলিস্ট আফজল খান দীর্ঘ ১০ বছর ধরে পুরুলিয়া জেলার নানা প্রান্তে ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে আসছেন এবং অসংখ্য ছাত্রছাত্রীকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্যের মুখ দেখিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার দাপট! নজরকাড়া সাফল্য ২ প্রতিযোগীর, গর্বের দিন
আরও দেখুন

চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অধিকার করে রুদ্রদেব ব্যানার্জী বলেন, “এই সাফল্য সত্যিই আনন্দের। আগামী দিনে আরও কীভাবে ভাল করা যায় সেই চেষ্টা চালিয়ে যাব।” অন্যদিকে ‘সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি’র প্রশিক্ষক গোল্ড মেডেলিস্ট আফজল খান বলেন, “রুদ্রদেব এবং সন্তোষের কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলই এই সাফল্য। তাদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। এর আগেও আমাদের বহু ছাত্রছাত্রী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উজ্জ্বল সাফল্য এনেছে।” রুদ্রদেব ও সন্তোষের এই জয়ে এখন আনন্দে ভাসছে ‘সেল্ফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস অ্যাকাডেমি’র পরিবার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার দাপট! নজরকাড়া সাফল্য ২ প্রতিযোগীর, গর্বে বুক ভরছে জেলাবাসীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল