কাকভোরে মালগাড়ি বেলাইন হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও রেলের অন্যান্য কর্মকর্তারা। শুরু হয় মালগাড়ি উদ্ধারের কাজ। এই ট্রেন দুর্ঘটনার ফলে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনের গুরুত্বপূর্ণ ২২টি ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুনঃ স্কুল তো নয়, যেন সহজ পাঠের মলাট, ভাইরাল মালতি মুর্মুর জেলায় অন্য চিত্র! না দেখলে বিশ্বাস হবে না
advertisement
জেনে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকাঃ
আপ 68093 খড়গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু ট্রেন।
ডাউন 68023 ঝাড়গ্রাম-পুরুলিয়া-খড়গপুর ট্রেন।
আপ 20898 রাচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।
ডাউন 20897 হাওড়া-রাঁচি বন্দেভারত এক্সপ্রেস।
এছাড়াও ঘুর পথে চালানো হচ্ছে বেশ কিছু ট্রেন। তার মধ্যে রয়েছেঃ
12801 ভুবনেশ্বর-নিউদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস।
22891 হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।
22892 রাঁচি-হাওড়া এক্সপ্রেস।
আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় মুরাডিতে মহিলার কী মর্মান্তিক পরিণতি! শুনে চোখে জল চলে আসবে
পরবর্তীতে প্রয়োজনে আরও ট্রেন বাতিল হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মালগাড়ি চালক সুরক্ষিত রয়েছে বলেই খবর মিলেছে। এই ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে কিছুটা হলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষিণ-পূর্ব রেলে আদ্রা ডিভিশনে যাত্রী পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। প্রায়শই ট্রেন লেট হওয়ার কারণে দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। এই রুটের বেশিরভাগ ট্রেন সঠিক সময়ে পৌঁছায় না গন্তব্যে। তারই মধ্যে এদিনের ট্রেন দুর্ঘটনা। এতে যাত্রীদের সমস্যা আরও অনেকখানি বেড়ে গেল। বিশেষ করে রাখি বন্ধনের এই উৎসবের দিনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা।