এ বিষয়ে কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জনক সিং মুড়া বলেন, ২০১০ সাল থেকে তিনি এই বিদ্যালয়ে রয়েছেন। সেই সময় থেকে তিনি দেখছেন, বিদ্যালয়ে আসার কোনও রাস্তা নেই। বিষয়টি প্রশাসনিক বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। তিনি চান, যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে আসার রাস্তা তৈরি হোক।
আরও পড়ুনঃ পুজো পার্বণ এলেই জেগে ওঠে গোটা গ্রাম, চাহিদা বাড়ে এইসব বাদ্যযন্ত্রের! কোথায় তৈরি হয় জানুন
advertisement
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন , দীর্ঘ বহু বছর ধরে এইভাবেই তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে যেতে হয়। বর্ষাকালে তারা বাচ্চাদের স্কুলে পাঠান না। তারা চাইছেন যাতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন।
আরও পড়ুনঃ রেললাইনের উপর থেকে উদ্ধার পরপর মৃতদেহ! শরীরে ক্ষত নেই, তবে কী খুন? ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার সুইসায়
এ বিষয় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, ছাত্র-ছাত্রীদের জন্যই বিদ্যালয়। সেখানে যদি ছাত্র-ছাত্রীরাই ঠিকমত পৌঁছতে না পারে তাহলে তারা পিছিয়ে পড়বে। ঠিক কী কারণে ওই বিদ্যালয়ের রাস্তা তৈরি হল না তা খতিয়ে দেখা হবে। ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছাতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ এতগুলো বছরেও কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্যে তৈরি হয়নি রাস্তা। শীত , গ্রীষ্ম , বর্ষা নদী পেরিয়েই তাদের পৌঁছাতে হয় বিদ্যালয়ে। কবে এই বিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তা পাবে? কবে এই সমস্যার সমাধান হবে? সেই অপেক্ষাতেই রয়েছেন পড়ুয়া-সহ অভিভাবকেরা।