বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় ও বিয়ে বাড়ি লজগুলি ঘুরে দেখা হয় পৌরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি বলেন, ‘মূলত পুরুলিয়া শহরে যে সমস্ত হোটেল ও লজগুলিতে যে সকল অনুষ্ঠান হয় সেখানে জমা হওয়া আবর্জনা, উচ্ছিষ্ট খাবার যথাযথ জায়গায় রাখার জন্য পৌরসভার ভ্যাট বুকিং করা হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হয়। হোটেল ও লজ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়, তারা যাতে পৌরসভার ভ্যাট বুক করে যে কোনও অনুষ্ঠানের সময়। পৌরসভার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সেই আবর্জনাগুলিকে যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হবে।’
advertisement
আরও পড়ুন: গরমের চোটে এসি ঘরে ঘুমোতে গিয়ে মারাত্মক কাণ্ড, বোলপুরের ঘটনা জানলে মাথা ঘুরে যাবে!
আরও পড়ুন: মাংসে হাড় বেশি পেয়ে ‘অগ্নিশর্মা’, বিক্রেতাকে যা শাস্তি দিল গুণধর ভাবা যায় না!
এ বিষয়ে আকাশ সরোবরের কর্তৃপক্ষ মোহিত লাটার দাবি, পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ভ্যাট বুকিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভাল। ভ্যাট বুকিং করতে কোনও সমস্যাই হচ্ছে না এখন। ভ্যাট বুকিংয়ের পদ্ধতিও অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে। ভ্যাট বুকিংয়ের জন্য অর্থ ব্যয় করতে হচ্ছে না। পুরুলিয়া শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভাল। পুরুলিয়া শহরকে পরিচ্ছন্ন রাখতে ইতিমধ্যে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে। তারই মধ্যে আরও একটি পদক্ষেপ হল সহজ পদ্ধতিতে ভ্যাট বুকিং। এর ফলে পুরুলিয়ার শহরে আবর্জনা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে।
পুরুলিয়া খবর | Latest Purulia News
শমিষ্ঠা ব্যানার্জি